Advertisement
Advertisement

Breaking News

পিসির বাড়িতে ডাকাতি

বিদেশে যাওয়ার টাকা জোগাড় করতেই পিসির বাড়িতে লুট তরুণীর, গ্রেপ্তার প্রেমিক-সহ ৩

ডাকাতির জন্য সুপারি কিলারকেও ভাড়া করে তরুণী।

Police cracks Haridevpur dacoity case, nabs culprits
Published by: Sucheta Sengupta
  • Posted:November 7, 2019 12:40 pm
  • Updated:November 7, 2019 12:41 pm

অর্ণব আইচ: হরিদেবপুরে পিসির বাড়িতে লুটের ঘটনায় গ্রেপ্তার যুবতী ও তার প্রেমিক-সহ ৩। আজ সকালেই তিনজনকে গ্রেপ্তার করেছে হরিদেবপুর থানার পুলিশ। মূল অভিযুক্ত ঐন্দ্রিলা রায়ের পাশাপাশি গ্রেপ্তার হয়েছে প্রেমিক রূপম সমাদ্দার এবং ডাকাতির জন্য ভাড়া করা ব্যক্তি পবিত্র দেবনাথ। আজ তাদের আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে খবর, বিদেশে যাওয়ার টাকা জোগাড় করতেই পিসির বাড়িতে এমন ডাকাতির পরিকল্পনা করেছিল ঐন্দ্রিলা।
দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটির যুবতী ঐন্দ্রিলা এবং হরিদেবপুরের ডায়মন্ড পার্ক আবাসনের শালমনি সম্পর্কে পিসতুতো-মামাতো বোন। সমবয়সী হওয়ায় দু’জনের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ, একেবারে বন্ধুর মতো। মাঝেমধ্যেই দিদি শালমনির কাছে যেত ঐন্দ্রিলা। বুধবার দুপুরেও গিয়েছিল। সঙ্গে ছিল প্রেমিক রূপম। জানা গিয়েছে, সেসময় শালমনি স্নান করছিলেন। বাড়িতে ছিলেন পরিচারিকা কল্পনা। তাঁরা গিয়ে পৌঁছতেই প্রথমে তাঁদের জল দেন পরিচারিকা। তারপরই বঁটি নিয়ে কল্পনার উপর চড়াও হয় ঐন্দ্রিলা ও রূপম। কল্পনার চিৎকার শুনে ছুটে আসেন শালমনি। তাঁকেও বঁটির কোপ মারা হয়।

[আরও পড়ুন: ডলারের বদলে সোনা পাচার, কলকাতায় গ্রেপ্তার ৩ পাচারকারী]

দু’জনই অজ্ঞান হয়ে গেলে পবিত্রকে বাড়িতে ডেকে নেয় ঐন্দ্রিলা, রূপম। লুটপাটের জন্যই পবিত্র নামের ওই যুবককে ভাড়া করেছিল তারা। এরপর বাড়ির আলমারি চাবি খুঁজে সেখান থেকে টাকা, গয়না লুট করে তিনজন। পুলিশ জানিয়েছে, লুটের পর ঐন্দ্রিলা, রূপম পোশাক পরিবর্তন করে নেয়। তারপর পালিয়ে যায়। গোটা ঘটনার কিনারা করে পুলিশ জানিয়েছে, যে পোশাক পরে তারা লুটপাট চালিয়েছে, প্রমাণ লোপাটের জন্য সেই পোশাক তারা ভ্যাটে ফেলে দেয়।
হরিদেবপুর থানার পুলিশ তদন্তে নেমে ঘটনার কিনারা করে ফেলে। তিনজনকে গ্রেপ্তার করা হয়। ঐন্দ্রিলা বিবাহবিচ্ছিন্না। পুলিশের দাবি, জেরায় ঐন্দ্রিলা জানিয়েছে যে বিদেশে যাওয়ার জন্য ১৯ লক্ষ টাকা জোগাড় করতে চাইছিল সে। সেই টাকা চাইতেই পিসির মেয়ের কাছে গিয়েছিল। কিন্তু অত টাকা দিতে রাজি হননি তার পিসেমশাই বা পিসতুতো দিদি। তাই লুটের ছক কষে। পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়িত করতে তারা সুপারি কিলার পবিত্রকেও নিজেদের পরিকল্পনায় শামিল করে। যদিও শেষরক্ষা আর হল না। পুলিশের হাতে গ্রেপ্তার হয় তারা।

Advertisement

[আরও পড়ুন: ফিরছে ‘তেজস্বিনী’ প্রকল্প, শহরের মহিলাদের মার্শাল আর্টের প্রশিক্ষণ দেবে পুলিশ]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ