সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারদা কাণ্ডে তদন্তের গতি দ্রুত করে তুলছে সিবিআই। এবার কেন্দ্রীয় তদন্তকারীদের প্রশ্নের মুখে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী। গত সোমবার, সল্টলেকে সিবিআইয়ের দপ্তর সিজিও কমপ্লেক্সে তাঁকে জেরা করেন গোয়েন্দারা।
[আরও পড়ুন: রামমোহন মিউজিয়ামে রহস্যজনক চুরি, তদন্তে গোয়েন্দারা]
সিবিআই সূত্রে খবর, সোমবারই দীনেশ ত্রিবেদীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল সিবিআই। সেই মতো সেদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির অফিসে হাজির হয়েছিলেন প্রাক্তন রেলমন্ত্রী। ২০১১ সালে তৃণমূলের সাধারণ সম্পাদক পদে ছিলেন দীনেশ ত্রিবেদী। তৃণমূলের হিসেবনিকেশ সংক্রান্ত তথ্য সম্পর্কে জানতেই বারাকপুরের প্রাক্তন সাংসদকে তলব করা হয় বলে জানা গিয়েছে। তিনি অফিস বিয়ারার থাকাকালীন সারদা গ্রুপের সঙ্গে তৃণমূলের কোনও যোগ ছিল কিনা, এ ব্যাপারেও জানতে চান তদন্তকারীরা। সারদার টাকা তৃণমূলের অ্যাকাউন্টে গিয়েছিল কিনা সে ব্যাপারেও প্রশ্ন করেন তদন্তকারীরা। এই ঘটনায় সংবাদমাধ্যমে প্রাক্তন রেলমন্ত্রী জানিয়েছেন, সিবিআইয়ের ডাক পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি হাজিরা দিয়েছিলেন। তাঁর সঙ্গে কোনও রকম দুর্ব্যবহার করেননি তদন্তকারীরা। লুকানোর কোনও কিছু নেই বলেই সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকেই সারদা কেলেঙ্কারি নিয়ে তৎপর হয়েছে সিবিআই। বেনজিরভাবে চলে কলকাতা পুলিশের প্রাক্তন নগরপাল রাজীব কুমারকে নিয়ে টানাপোড়েন। একইসঙ্গে, তৃণমূলের একাধিক নেতা ও বলি তারকারাও সিবিআইয়ের জেরার মুখে পড়েছেন। সদ্য, সারদা গ্রুপ থেকে পাওয়া ২৯ লক্ষ টাকা তিনি ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। যেভাবে বারবার তাঁকে এই ইস্যুতে জেরা করার জন্য তলব করেছে কেন্দ্রীয় সংস্থা, তাতে রীতিমতো অস্বস্তিতে তিনবারের সাংসদ। তাই টাকা ফেরানোর প্রস্তাব রেখেছেন তিনি ইডির কাছে। আগামী ৭ আগস্ট সংসদে অধিবেশন শেষের পরই ইডি দপ্তরে গিয়ে সেই টাকা ফেরত দিতে চান বলে চিঠিতে জানিয়েছেন শতাব্দী।
[আরও পড়ুন: নিউমার্কেটের পানওয়ালা রফিভক্ত, প্রিয় শিল্পীর মৃত্যুদিবসে বসালেন গান-পানের আসর]