Advertisement
Advertisement

সোমনাথ চট্টোপাধ্যায়কে গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানাবে রাজ্য, ঘোষণা মমতার

গান স্যালুটে শেষ বিদায়৷

State to honour Somnath Chatterjee, announces Mamata Banerjee
Published by: Kumaresh Halder
  • Posted:August 13, 2018 12:58 pm
  • Updated:August 13, 2018 12:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  প্রয়াত লোকসভার অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়কে রাজ্য সরকারের তরফে সর্বোচ্চ সম্মানেই বিদায় জানানো হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গান স্যালুট দিয়ে তাঁকে শেষ সম্মান জানানো হবে৷ সোমবার বেলভিউ হাসপাতালে গিয়ে সোমনাথবাবুকে শেষ শ্রদ্ধা জানান বাংলার মুখ্যমন্ত্রী৷ হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সোমনাথদার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত৷ গোটা দেশের এটা একটা বড় ক্ষতি৷’’

[রাজনীতির মঞ্চ ছেড়ে মহাশূন্যের ঠিকানায় সোমনাথ চট্টোপাধ্যায়]

রাজ্য সরকারের তরফে প্রাক্তন এই অধ্যক্ষকে সর্বোচ্চ সম্মান দেওয়ার কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সোমনাথদার মৃতদেহ প্রথমে হাই কোর্টে নিয়ে যাওয়া হবে৷ কারণ, তিনি দীর্ঘদিন ধরে হাই কোর্টের আইনজীবী হিসাবে কাজ করেছিলেন৷ হাই কোর্টে তাঁকে শ্রদ্ধা জানানোর পর বিধানসভায় তাঁকে নিয়ে যাওয়া হবে৷ ওখানেই রাজ্য সরকারের সর্বোচ্চ সম্মান গান স্যালুট দেওয়া হবে৷ তারপর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে৷ নিয়ে যাওয়া হবে তাঁর বাড়িতে৷ সেখান থেকে তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হবে৷ কারণ, মৃত্যুর আগে তিনি তাঁর দেহ দান করে গিয়েছেন৷ সেখানেই তাঁর মৃতদেহ রাখা হবে৷’’

Advertisement

[হিন্দুত্ব থেকে সাম্যবাদের পথে, বাম রাজনীতির উজ্জ্বল নক্ষত্র সোমনাথ চট্টোপাধ্যায়]

অন্যদিকে,  প্রাক্তন অধ্যক্ষ তথা দল থেকে বহিষ্কৃত সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণে আজ স্থগিত রাখা হয়েছে সিপিএমের রাজ্য কমিটির বৈঠক৷ সিপিএমের তরফে তাঁর মৃতদেহ বিধানসভায় নিয়ে যাওয়ার প্রস্তাবও দেওয়া হয়৷ কিন্তু, সোমনাথবাবুর মতো একজন জাতীয় রাজনীতিবিদের মৃত্যুর পর কেন এত তৎপর হয়ে উঠেছে সিপিএম? উঠছে প্রশ্ন৷ দল থেকে বহিষ্কৃত সদস্যদের জন্য রাজ্য কমিটির বৈঠক বাতিল করার সিদ্ধান্তেও বিতর্ক তৈরি হয়েছে৷ প্রশ্ন উঠছে, যখন তাঁকে সম্মান দিয়ে দলে ফেরানো গেল না, তখন তাঁর মৃত্যুর পর কেন বাম নেতৃত্বের এত তৎপরতা? 

Advertisement

[সংসদীয় গণতন্ত্রকে সমৃদ্ধ করেছেন সোমনাথ, টুইটারে শোকপ্রকাশ মোদি-মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ