Advertisement
Advertisement

Breaking News

উল্টোডাঙা উড়ালপুল

উল্টোডাঙা উড়ালপুলে ফাটল, আপাতত বন্ধ যানচলাচল

২০১৩ সালে ভেঙে গিয়েছিল উল্টোডাঙা উড়ালপুলের একাংশ৷

Ultadanga flyover's vehical movement now stopped
Published by: Sayani Sen
  • Posted:July 9, 2019 8:44 pm
  • Updated:July 9, 2019 8:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধিকারিকদের স্বাস্থ্যপরীক্ষার সময় উল্টোডাঙা উড়ালপুলে ফের দেখা গেল ফাটল৷ তার জেরে কেএমডিএ-র সিদ্ধান্তে আপাতত বন্ধ করে দেওয়া হল যানচলাচল৷ আগামী তিনদিন উড়ালপুলে যানচলাচল বন্ধ থাকবে বলেই জানিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷ ব্যস্ত সময়ে উড়ালপুলে যান নিয়ন্ত্রণের জেরে তৈরি হয়েছে ব্যাপক যানজট৷ ভোগান্তির শিকার যাতায়াতকারীরা৷

[ আরও পড়ুন: বিজেপিতে যোগ দিলেন রাহুল-মমতা! বিতর্কিত ছবি ঘিরে শোরগোল রাজনৈতিক মহলে]

মঙ্গলবার কেএমডিএ-র উড়ালপুল এবং সেতুর স্বাস্থ্য পরিদর্শক দল শহরের বিভিন্ন সেতু পরিদর্শন করছিলেন৷ উল্টোডাঙা উড়ালপুলও পরিদর্শন করেন তাঁরা। সেই সময়েই একটি স্তম্ভে বিপজ্জনক ফাটল চোখে পড়ে বিশেষজ্ঞদের। বিপদের আশঙ্কায় তড়িঘড়ি উড়ালপুলে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়৷ ব্যস্ত সময়ে উল্টোডাঙা উড়ালপুলে যানচলাচল বন্ধ হয়ে যাওয়ায় উল্টোডাঙা এবং ভিআইপি রোডে তৈরি হয়েছে ব্যাপক যানজট৷ ভিড়ের মাঝে দাঁড়িয়ে পড়ে অ্যাম্বুল্যান্সও৷ অন্য রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে৷ পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘বুধবার কেএমডিএ-র ইঞ্জিনিয়াররা উল্টোডাঙা উড়ালপুল পরিদর্শন করবেন৷ প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী তিনদিন বন্ধ থাকবে যানচলাচল৷ তবে উড়ালপুলের স্বাস্থ্যপরীক্ষার পর প্রয়োজন হলে যানচলাচল বন্ধ রাখার সময়সীমা বাড়ানো বা কমানো হতে পারে৷’’

Advertisement

[ আরও পড়ুন: ‘বাংলাকে বন্যায় ভাসানোর চেষ্টা করছে কেন্দ্র’, বিধানসভায় অভিযোগ মমতার]

এর আগে ২০১৩ সালের মার্চে উল্টোডাঙা উড়ালপুলের একাংশ ভেঙে পড়ে৷ সে সময়ও দীর্ঘদিন উড়ালপুলে যানচলাচল বন্ধ ছিল৷ যাতায়াতের ক্ষেত্রে তীব্র সমস্যার মুখোমুখি হতে হয়েছিল উড়ালপুল ব্যবহারকারীদের৷ শহরের যেকোনও প্রান্তে পৌঁছনোর ক্ষেত্রে উল্টোডাঙা উড়ালপুল অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ সেক্ষেত্রে এই উড়ালপুলে আবারও যানচলাচল বন্ধ রাখার সিদ্ধান্তে ভোগান্তির আশঙ্কা করছেন যাতায়াতকারীরা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ