BREAKING NEWS

২৪ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ৮ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

WBJEE Result 2023: প্রকাশিত রাজ্য জয়েন্টের ফলাফল, প্রথম দশে অধিকাংশই CBSE ছাত্রছাত্রী

Published by: Sucheta Sengupta |    Posted: May 26, 2023 4:10 pm|    Updated: May 26, 2023 7:51 pm

WBJEE Result 2023: Six out of first ten studensts in merit list are from CBSE | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশিত হল এ বছরের পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WBJEE) পরীক্ষার ফলাফল। মেধাতালিকার প্রথম দশে অধিকাংশই সিবিএসই বোর্ডের ছাত্রছাত্রী। তালিকা অনুযায়ী, প্রথম ১০ স্থানাধিকারীর মধ্যে ৬ জনই সিবিএসই-র (CBSE), ৩ জন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের এবং একজন আইসিএসই বোর্ডের। প্রথম হয়েছে মহম্মদ সাহিল আখতার। দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্কের ছাত্র সে। দ্বিতীয় সোহম দাসও একই স্কুলের ছাত্র। তৃতীয় সারা মুখোপাধ্যায় বাঁকুড়ার ছাত্রী। রাজ্য জয়েন্টে এত ভাল ফল করে জঙ্গলমহলের নাম উজ্জ্বল করল সারা।

একনজরে দেখে নিন, পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মেধাতালিকার প্রথম ১০ জনের নাম।

  • প্রথম – মহম্মদ সাহিল আখতার, দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্ক, সিবিএসই
  • দ্বিতীয় – সোহম দাস, দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্ক, সিবিএসই
  • তৃতীয় – সারা মুখোপাধ্যায়, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়, WBCHSE
  • চতুর্থ – সৌহার্দ্য দণ্ডপাট, মেদিনীপুর কলেজিয়েট স্কুল, WBCHSE
  • পঞ্চম – অয়ন গোস্বামী, হেমশীলা মডেল স্কুল, দুর্গাপুর, সিবিএসই
  • ষষ্ঠ – অরিত্র অম্বুধ দত্ত, নারায়ণা স্কুল, সোদপুর, সিবিএসই
  • সপ্তম – কিন্তন দত্ত, মা ভারতী সিনিয়র সেকেন্ডারি স্কুল, রাজস্থান, সিবিএসই
  • অষ্টম – সাগ্নিক নন্দী, বাঁকুড়া জেলা স্কুল, WBCHSE
  • নবম – রক্তিম কুণ্ডু, দিশা দিল্লি পাবলিক স্কুল, রাজস্থান, সিবিএসই
  • দশম – শ্রীরাজ চন্দ, হোলি অ্যাগনেস স্কুল, কাটোয়া, ICSE

রাজ্য জয়েন্টে তৃতীয় সারা মুখোপাধ্যায় বাঁকুড়া (Bankura) বঙ্গ বিদ্যালয়ের ছাত্রী। তার বাবা ব্যবসায়ী, মা স্বাস্থ্যদপ্তরের কর্মী। সারার ইচ্ছে, ভবিষ্যতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে (IISC) পড়াশোনা করার। জয়েন্ট অষ্টম স্থানাধিকারীও বাঁকুড়ার ছাত্র। বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র সাগ্নিক নন্দীর পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্টের মেধাতালিকায় রয়েছে অষ্টমে। এই দুই ছাত্রছাত্রীর কৃতিত্বে গর্বিত জঙ্গলমহল। 

[আরও পড়ুন: দ্বিতীয় বিয়ে করছেন স্বামী, খবর পেয়ে আবেগঘন পোস্ট আশিস বিদ্যার্থীর প্রথম স্ত্রীর!]

ফলাফল অনুযায়ী, রাজ্য জয়েন্টে সাফল্যের নিরিখে WBCHSE’র পড়ুয়ারাই সবচেয়ে এগিয়ে। মেধাতালিকায় প্রায়  ৫৩ শতাংশ পড়ুয়া এই বোর্ডের। মেধাতালিকায় প্রায় ২৯ শতাংশ সফল পড়ুয়া সিবিএসই বোর্ডের। সকলকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।  

[আরও পড়ুন: সলমনের কাছে যেতেই ভিকিকে ধাক্কা নিরাপত্তারক্ষীর! ক্যাটের স্বামী বলেই কি এমন আচরণ?]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে