Advertisement
Advertisement

Breaking News

জখমকে আবর্জনায় ফেলে চম্পট দিল খালাসি-চালক

আবারও প্রকাশ্যে তিলোত্তমার অমানবিক মুখ!

Youth dies after being mowed by bus in Kolkata

ছবি: প্রতীকী।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 28, 2017 11:12 am
  • Updated:February 28, 2017 11:26 am

স্টাফ রিপোর্টার: আবারও অমানবিকতার নজির দেখল কলকাতা৷ দুর্ঘটনায় মারাত্মক জখম এক ব্যক্তিকে হাসপাতালে না নিয়ে পথের আবর্জনার পাশে ফেলে রেখে চম্পট দিল মিনিডরের চালক-খালাসি৷ বছর তিরিশের জখম ওই যুবককে বাঁচানো যায়নি৷ এই ছবিই আবারও বুঝিয়ে দিয়েছে, কতটা অমানবিক হয়ে উঠেছে শহর কলকাতা৷ ব্যস্ত জীবনের মাঝে ও পেশাদারিত্বের হাতছানিতে এতটা অমানবিক হওয়া যায়!

(ফর্ম ফিলাপের সময় বাড়ানোর দাবিতে প্রেসিডেন্সির রেজিস্ট্রার ঘেরাও)

গতকাল রাতে টালিগঞ্জ সার্কুলার রোডে একটি মিনিডরের ধাক্কায় জখম হন বছর তিরিশের ওই যুবক৷ দুর্ঘটনার পর সেই ব্যক্তিকে রাস্তায় ফেলে রেখেই চম্পট দিতে চাইছিল মিনিডরের চালক-খালাসি৷ স্থানীয় কিছু মানুষ প্রতিবাদ করেন৷ তাঁদের চাপে পড়েই গাড়িতে তুলতে একপ্রকার বাধ্য হয় সেই চালক-খালাসি৷ তাদের ঘিরে ধরা মানুষদের আশ্বাসও দেয়, হাসপাতালে ভর্তি করে জখমের বাড়ির লোককে খবর দেওয়া হবে৷ কিন্তু সেটা হয়নি৷

Advertisement

মঙ্গলবার সকালে মারাত্মক জখম যুবককে টালিগঞ্জ সার্কুলার রোড ও প্রিন্স আনোয়ার শাহ রোডের মোড়ের কাছে আবর্জনার পাশে পড়ে থাকতে দেখা যায়৷ ট্রাফিক সার্জেন্টরা ও পথচলতি কিছু মানুষই তাঁকে স্থানীয় বাঙুর হাসপাতালে নিয়ে যান৷ তবে সেখানকার চিকিৎসকেরা যুবককে মৃত বলে ঘোষণা করেন৷ পরে জানা যায়, ওই ব্যক্তিকেই গতকাল রাতে ধাক্কা মেরেছিল একটি মিনিডর৷ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে৷ মিনিডরটিকে চিহ্নিত করছে পুলিশ৷ ওই গাড়ির চালক-খালাসির খোঁজেও তল্লাশি শুরু হয়েছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ