৫ আশ্বিন  ১৪৩০  শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

সাবধান! ফেসবুক থেকে ফাঁস হতে পারে আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ডও

Published by: Soumya Mukherjee |    Posted: April 20, 2019 9:42 pm|    Updated: April 20, 2019 9:42 pm

Facebook exposed millions of Instagram passwords

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেসবুকের সৌজন্যে এবার ফাঁস হতে পারে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড। কারণ, মাত্র একদিন আগেই ১৫ লক্ষ নতুন ফেসবুক ব্যবহারকারীর ই-মেল অনিচ্ছাকৃতভাবে ডাউনলোড করেছে মার্ক জুকেরবার্গের কোম্পানি। তা তারা নিজেরাই স্বীকার করেছে৷ আর তার ঠিক পরেরদিনই কর্তৃপক্ষ জানাল, লক্ষাধিক ইনস্টাগ্রাম ব্যবহারকারীর অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফেসবুকের অভ্যন্তরীণ সার্ভারে এমনভাবে সংরক্ষিত ছিল, যা সবার নাগালের মধ্যেই৷

[আরও পড়ুন: একলাফে অনেকখানি বাড়ল হটস্টার দেখার খরচ]

যদিও এই বিষয়টি ই-মেল ডাউনলোডের মতো স্বীকার না করে চুপিসাড়ে জানিয়েছে ফেসবুক। এই তথ্যটি আলাদা ব্লগের মাধ্যমে পোস্টের বদলে তারা পুরনো একটি পোস্টের সঙ্গে যুক্ত করে দিয়েছে। প্রায় এক মাস আগে পুরনো পোস্টটি করে ফেসবুক। তাতে স্বীকার করা হয়েছে যে তারা এই সংক্রান্ত একটি ভুল শুধরে নিয়েছে। আরও বলা হয়েছে যে ইনস্টাগ্রাম ব্যবহারকারীর পাসওয়ার্ড সহজে পড়া যায়, এমন ফরম্যাটে সংরক্ষণ করা ছিল। ফলে ফেসবুকে যারা  কর্মরত, তারা  সহজেই সেগুলি উদ্ধার করার সুযোগ পেতেন। তবে তাদের অভ্যন্তরীণ সার্ভারেই তথ্যগুলি ছিল৷ তাই বাইরের কারও কাছে তা ফাঁস হয়নি৷ সেই সুযোগও ছিল না৷ এমনই সাফাই ফেসবুক কর্তৃপক্ষের৷

                                                        [আরও পড়ুনমানুষ নয়, এবার প্রতি ঘণ্টার ভোটের হার গুনবে অ্যাপই]

ফেসবুক, ফেসবুক লাইট এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীর পাসওয়ার্ড সংক্রান্ত এই বিষয়টি গত জানুয়ারিতে নজরে আসার পরেই ফেসবুক কর্তৃপক্ষের তরফে বিষয়টির সমাধান করা হয়েছে। তবে এই সব পাসওয়ার্ড দেখতে পাওয়ার পরও ফেসবুকের কর্মীরা এগুলি অনৈতিক কাজে ব্যবহার করেন না বলে দাবি করা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। পাশাপাশি পাসওয়ার্ড ফাঁস হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট ব্যবহারকারীকে নোটিফিকেশন দিয়ে জানানো হবে বলেও জানিয়েছে তারা। তবু, সাবধানের মার নেই৷ ফেসবুক থেকে ইনস্টাগ্রাম – নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলি সুরক্ষিত রাখুন৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে