Advertisement
Advertisement
Beauty Tips

আটার জাদুতে বাজিমাত, মুখের অবাঞ্ছিত লোম তুলে ফেরান জেল্লা

আটা রূপচর্চায় ব্যবহার করলে কয়েকটি নিয়ম মানতেই হবে।

Beauty Tips: How to use atta as face pack
Published by: Sayani Sen
  • Posted:June 26, 2025 9:35 pm
  • Updated:June 26, 2025 9:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ ভর্তি ছোট ছোট লোম? আয়নার সামনে দাঁড়ালেই মনখারাপ। বারবার পার্লারে গিয়ে লোম পরিষ্কার করে মুখ উজ্জ্বল রাখার ঝক্কি পোহাতে হয় অনেককেই। তবে জানেন কি রান্নাঘরে থাকা আটা দিয়ে এই সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব। কিন্তু যেভাবে সেভাবে ব্যবহার করলে হবে না। নির্দিষ্ট পদ্ধতি মানলেই মিলবে সুফল।

Advertisement

আটা ও হলুদের ফেসপ্যাক
উপকরণ:
২ চামচ আটা।
১চামচ দুধ অথবা দই।
এক চিমটি হলুদ গুঁড়ো।
পরিমাণমতো জল।
ব্যবহারের পদ্ধতি:
একটি বাটিতে সব কিছু মিশিয়ে নিন। এবার ভালো করে তা গোটা মুখে মেখে নিন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ২-৩ বার এই প্যাক ব্যবহার করতে হবে।

আটা ও মধুর ফেসপ্যাক
উপকরণ:
২ চামচ আটা।
১ চামচ মধু
পরিমাণমতো জল।
ব্যবহারের পদ্ধতি:
একটি বাটিতে সব কিছু মিশিয়ে নিন। এবার ভালো করে তা গোটা মুখে মেখে নিন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। এই প্যাক ব্যবহারের ফলে মুখ শুষ্ক হয়ে যেতে পারে। অবশ্যই ফেসক্রিম ব্যবহার করতে ভুলবেন না।

Atta

আটা ও বেসনের ফেসপ্যাক
উপকরণ:
১ চামচ আটা।
১ চামচ বেসন।
১ চামচ দই অথবা দুধ।
ব্যবহারের পদ্ধতি:
একটি বাটিতে সব কিছু মিশিয়ে নিন। এবার ভালো করে তা গোটা মুখে মেখে নিন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। এই প্যাকের ফলে ট্যান উঠে মুখ উজ্জ্বল হবে।

আটার প্যাক ব্যবহারের ক্ষেত্রে মাথায় রাখতে হবে:
* প্রতি সপ্তাহে কমপক্ষে ২-৩ বার এই প্যাকগুলি ব্যবহার করতে হবে।
* একটানা বেশ কয়েকদিন ব্যবহার করলে মুখে লোম গজানো কমবে।
* একটানা বেশ কয়েকদিন ব্যবহার না করলে সুফল পাবেন না।
* এই ধরনের ফেসপ্যাক তোলার ক্ষেত্রে অত্যন্ত তাড়াহুড়ো করবেন না। তাতে ত্বকের ক্ষতি হবে।
* ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ফেসক্রিম ব্যবহার করতেই হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement