Advertisement
Advertisement
Sheet Mask

রূপচর্চায় ট্রেন্ডিং শিট মাস্ক, সঠিক উপায়ে ব্যবহার না করলে বিপদ!

চটজলদি ত্বকের জেল্লা বাড়াতে শিটমাস্কের উপর ভরসা রাখেন অনেকেই।

Fashion Tips: Here are some important facts of Sheet Mask
Published by: Sayani Sen
  • Posted:June 19, 2025 12:01 am
  • Updated:June 19, 2025 12:07 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফিস থেকে সোজা যেতে হবে কোনও অনুষ্ঠানে? কিংবা প্রচণ্ড গরম থেকে বাড়ি ফিরতে হবে? চটজলদি ত্বকের জেল্লা বাড়াতে শিটমাস্কের উপর ভরসা রাখেন অনেকেই। কারণ, শিটমাস্ক ব্যবহারের ক্ষেত্রে বিউটি পার্লারে যাওয়ার ঝক্কি নেই। আবার খরচও খুব বেশি নয়। কিন্তু রূপটান শিল্পীদের মতে, যেভাবে ইচ্ছা হল আর শিট মাস্ক লাগিয়ে ফেললে লাভ কিছুই হবে না। সঠিক পদ্ধতিতেই হবে কেল্লাফতে।

Advertisement

* অবশ্যই আপনার ত্বকের চরিত্রের কথা মাথায় রেখে শিট মাস্ক বাছুন। নইলে কোনও কাজই হবে না। পরিবর্তে ত্বকের ক্ষতিই হবে বেশি।

* বাজার থেকে শিট মাস্ক কিনে আনার পর সঙ্গে সঙ্গে তা ব্যবহার করবেন না। কিছুক্ষণ ফ্রিজে রাখুন। ঠান্ডা হলে তবেই তা মুখে লাগান। তাতে ত্বক অনেক বেশি ঝকঝকে লাগবে।

Sheet-Mask

* মুখ ভালো করে না ধুয়ে ভুলেও শিট মাস্ক লাগাবেন না। তাতে লাভ কিছুই হবে না। তাই শিট মাস্ক লাগানোর আগে প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন।

* শিট মাস্ক লাগানোর সময় ভালো করে খেয়াল করুন তা চোখ, নাক, ঠোঁট ঢাকা দিয়ে রয়েছে কিনা। শিট মাস্কের ভিতরে থাকা অতিরিক্ত হাওয়া বের করে দিন। ভালো করে ত্বকের উপর চেপে লাগান। নইলে লাভ কিছুই হবে না।

* শিট মাস্ক ব্যবহারের পর হাতে অতিরিক্ত সিরাম লেগে থাকে। তা ধুয়ে ফেলবেন না। পরিবর্তে ওই হাত আপনার ঘাড়, গলা, কনুইয়ে ঘষে নিন। তাতে ত্বক নরম এবং উজ্জ্বল হবে।

এবার একনজরে দেখে নেওয়া যাক শিট মাস্ক ব্যবহারের সুফল:
* রোজ রোজ যাঁরা ত্বকের যত্ন নিতে পারেন না, তাঁদের কাছে ব্রহ্মাস্ত্র শিট মাস্ক।
* ত্বকের শুষ্কতা দূর করে, আর্দ্রতা ফেরাতে সাহায্য করে।
* শিট মাস্ক ব্যবহারে ত্বক আরও উজ্জ্বল ও মোলায়েম করে।
* ত্বকের যৌবন ধরে রাখতে সাহায্য করে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement