Advertisement
Advertisement
Here are some important things to measuring bra

ব্রা কিনতে গিয়ে বারবার থমকান? জেনে নিন কীভাবে বাছবেন সঠিক মাপের অন্তর্বাস

ভুল মাপের অন্তর্বাস কিন্তু সাজটাই মাটি করে দিতে পারে।

Here are some important things to measuring bra । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:May 22, 2022 3:44 pm
  • Updated:May 22, 2022 3:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্তর্বাসের সঠিক মাপের উপরেই নির্ভর করে অনেক কিছু। স্রেফ অন্তর্বাসের মাপ ঠিকঠাক না হওয়ার ফলে সাজগোজই মাটি হয়ে যেতে পারে। আর উপরি পাওনা হিসাবে পিঠে কিংবা কাঁধে ব্যথাও নতুন কিছুই নয়। তাই তো মহিলারা অন্তর্বাস নিয়ে বেশ খুঁতখুঁতে। কিনতে গিয়ে বিস্তর সময় নষ্ট হয়। এটা নেব নাকি ওটা? মাপ ঠিকমতো হবে তো? এই ভেবে সময় নষ্ট করার দিন শেষ। পরিবর্তে জেনে নিন সঠিক মাপের ব্রা কেনার উপায়।

Bra

Advertisement

সারাদিন ব্রা পরে থাকতে বেশিরভাগ মহিলাই পছন্দ করেন না। অনেকক্ষেত্রেই দেখা যায়, বিরক্তি সত্ত্বেও অন্তর্বাস পরেন বহু মহিলা। তাই তাঁদের ক্ষেত্রে নন প্যাডেড ব্রা (Non Padded Bra) ব্যবহারের উপরেই জোর দেন বিশেষজ্ঞরা। বক্ষযুগল যাতে ঝুলে না যায় তাই সারাদিন এই ধরনের অন্তর্বাস পরাই শ্রেয়।

Advertisement

Bra

[আরও পড়ুন: সামনেই বিয়ে? বেনারসি কেনার আগে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি ভুললেই সাজ মাটি]

নন প্যাডেড ব্রা না হয় পরে থাকলেন। কিন্তু এই ধরনের সঠিক মাপের অন্তর্বাস কীভাবে কিনবেন, সেই কৌশল জানা প্রয়োজন। প্রথমে একটি নন প্যাডেড ব্রা পরুন। এবার বুকের একেবারে নিচের অংশের মাপ নিন। মাপ নেওয়ার ক্ষেত্রে সামান্য ভুলেই কিন্তু সব কিছু দফারফা হয়ে যেতে পারে। তাই মাপ নেওয়ার ক্ষেত্রে সাবধান হোন।

Bra

এবার একটু উপরের অংশ অর্থাৎ বুকের মাপ নিন। খেয়াল রাখবেন যেন অতিরিক্ত টাইট বা ঢিলেঢালা মাপ না নেওয়া হয়। কারণ, একটু ভুলেই অন্তর্বাসের কাপের মাপ গণ্ডগোল হতে পারে।

Bra

তবে মনে রাখবেন, কোন ধরনের ব্রা পরছেন, তার উপরেও কিন্তু সাইজ নির্ভর করে। পুশ আপ ব্রা, ব্যালকোনেট ব্রা, মিনিমাইজার ব্রা কিংবা স্পোর্টস ব্রা – প্রত্যেকের স্টাইল আলাদা রকমের। তাই সেক্ষেত্রে মাপও অন্য রকমেরই হবে। ধরুন, আপনি যদি সি কাপের সাধারণ ব্রা পরেন। প্যাডেড ব্রা পরলে আপনার কাপের সাইজ নিতে হতে বি, নইলে অন্তর্বাস পরতে সমস্যা হওয়ার কথা।

 Bra

[আরও পড়ুন: কফি-লেবুর গুণে মেদ কমবে ঝটপট, রইল রোগা হওয়ার সহজ উপায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ