সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধনতেরস মানেই সংসারে মা লক্ষ্মীর আগমন। গয়নার দোকানগুলিতে উপচে পড়া ভিড়। সোনা বা অন্যান্য ধাতু কিনে ঘরে সমৃদ্ধি আনার আশায় নানারকম ধাতু কেনেন আমজনতা। কিন্তু গতবছর ক্রেতাদের জন্য গয়নার পাশাপাশি আরও কিছু পাওয়ার ব্যবস্থা করেছিল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। লাকি ড্রয়ের ব্যবস্থা করা হয়েছিল ক্রেতাদের জন্য। বুধবার সেই লাকি ড্রয়ের বিজেতাদের নাম ঘোষণা করা হল। প্রথম তিনজন জিতে নিয়েছেন বৈদ্যুতিন গাড়ি। পরের ১৫ জনকে দেওয়া হয়েছে আইফোন ১৬।
ধনতেরস বা ধনত্রয়োদশী হল মূল্যবান ধাতু কেনার আদর্শ দিন। শোনা যায়, সমুদ্রমন্থনের পর এই দিনেই অমৃতের ভাণ্ড হাতে ধন্বন্তরি উঠে এসেছিলেন। তাই এটি ধন্বন্তরির জন্মদিন। আর সর্বরোগহর সেই অমৃতের স্পর্শেই সবরকম রোগবালাই এমনকী, মৃত্যু থেকেও সুরক্ষিত হয়েছিলেন দেবতারা। তাই এই দিনটিতে মূল্যবান ধাতু কেনেন গৃহস্থ। ধাতু কেনার তালিকায় সবচেয়ে উপরের দিকেই থাকে গয়না। তাই প্রত্যেক বছরই ধনতেরস উপলক্ষে ভিড় উপচে পড়ে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুমগুলিতে। তাই ২০২৪ সালে ক্রেতাদের জন্য বিশেষ লাকি ড্রয়ের ব্যবস্থা করা হয় সেনকো কর্তৃপক্ষের তরফে।
সেই লাকি ড্রয়ে প্রথম স্থান পেয়েছেন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তারকেশ্বর শোরুমের ক্রেতা সুমিতা মণ্ডল। দ্বিতীয় স্থানে রাজেশ্বর সিনহা, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের আমতলা শোরুমের ক্রেতা। তাঁদের দুজনের হাতেই ইলেকট্রনিক ভেহিক্যালের চাবি তুলে দেন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এমডি ও সিইও শুভঙ্কর সেন এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সিওও সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। বুধবার ক্যামাক স্ট্রিটে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুমে তুলে দেওয়া হয় এই পুরস্কার। এছাড়াও ১৫ জন বিজয়ীকে দেওয়া হয়েছে আইফোন ১৬। শুভঙ্কর সেন জানান, সামনেই ভ্যালেন্টাইনস ডে। তাই ভালোবাসার মরশুমেই লাকি ড্রয়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে চেয়েছেন তাঁরা। এছাড়াও প্রেমদিবস উপলক্ষে নতুন ধরনের গয়নাও আনতে চলেছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.