BREAKING NEWS

১৭ চৈত্র  ১৪২৯  শনিবার ১ এপ্রিল ২০২৩ 

READ IN APP

Advertisement

কীভাবে অন্দরসজ্জায় আনবেন ভোলবদল? জানুন দোলনার কেরামতি

Published by: Sandipta Bhanja |    Posted: July 20, 2019 8:11 pm|    Updated: July 20, 2019 8:11 pm

Know how to bring changes in room decorations by using swings

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি…” মা-ঠাম্মার কোলে শুয়ে সেই চিরন্তন ঘুম পাড়ানি গান ভুলে যাবেন এমন বাঙালি বোধহয় নেই। বৃষ্টিস্নাত বিকেল হোক কিংবা পূর্ণিমার রাত, দোলনায় দুলে কফি মাগে চুমুক দিয়ে আলতো আড়মোড়া ভাঙার আমেজটাই আলাদা! কেমন যেন রাজা মহারাজা বোধ হয়, তাই না? দোলনায় দুলে কী অবলীলায় ফিরে যাওয়া যায় শৈশবের সেই দিনগুলিতে। পার্কের দোলনা থেকে বাড়ির ছাদের দোলনা দখলের লড়াইটাই ছিল সবচেয়ে আনন্দের। লাইন দিয়ে দাঁড়িয়ে থাকত সব ভাইবোনেরা। আহা! খুনসুটি মাখানো সে কী অপূর্ব সেইসব স্মৃতি! তবে, এখন ছোট ফ্ল্যাট কিংবা বাড়ির অল্প পরিসরে ঘরে দোলনা রাখার জায়গাটাই যেন হারিয়ে গিয়েছে। তবে জানেন কি, অল্প জায়গাতেও যে দোলনা সাজিয়ে অন্দরসজ্জায় আনা যায় পরিবর্তন? রইল টিপস।

[আরও পড়ুন: অপচয় বন্ধ করে বাড়িতেই সংরক্ষণ করুন বৃষ্টির জল, রইল টিপস ]

কোথায় কীভাবে দোলনা সাজাবেন জানুন

ড্রয়িংরুমে একটু বেশি জায়গা থাকলে দু’জন বসার মতো একটি দোলনা অনায়াসেই রাখতে পারেন। লিভিংরুমও দোলনা রাখার জন্য মন্দ নয়। তবে ঘরে-বাইরে যেখানেই দোলনা রাখুন কিংবা ঝোলান, তা মজবুতভাবে বসাতে হবে। যাতে দোলনা ছিঁড়ে গিয়ে কোনওরকম দুর্ঘটনার আশঙ্কা না থাকে। ঘরের আকার-আয়তনের ভিত্তিতে বাছুন দোলনা। চাইলে বাচ্চাদের ঘরেও রাখতে পারেন। তবে, এক্ষেত্রে অতি অবশ্যই বাচ্চাদের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে। ঘরের মধ্যে থাকা শিশুর দোলনা যেন সামনে-পিছনে কোনও দিকেই দু’ফুট দূরত্বের বেশি যেতে না পেরে। শিশুর ঘরের দোলনা একটু রংচঙে হলে ভাল। বাড়ির অন্দরে রাখতে হলে অন্যান্য আসবাবের সঙ্গে মানানসই দোলনা রাখুন। এতে রাখা গদি কিংবা কুশান যেন ঘরের সোফা, পর্দার সঙ্গে মানানসই হয়। রট আয়রনের আসবাব থাকলে দোলনাটিও যেন এই একই ম্যাটেরিয়ালের হয়, কিংবা কাঠের আসবাব থাকলে সেক্ষেত্রে বেতের বা হালকা কাঠের দোলনা ব্যবহার করতে পারেন। মেঝে থেকে বেশি উচ্চতায় দোলনা ঝোলাবেন না। হঠাৎ পড়ে গেলে বেদম ব্যথা লাগতে পারে।

[আরও পড়ুন: দেশজুড়ে তীব্র সংকট, গেরস্থালির কাজে জল সাশ্রয় করুন এইভাবে ]

বাড়ির বাইরে রাখা দোলনা যেমন হবে

এবার আসি বাইরের কথায়। বাড়ির ছাদে কিংবা ব্যালকনিতেও দোলনা রাখতে পারেন চাইলে। ছাদে বাগান থাকলে তার মাঝেই একদিকে ছাউনিযুক্ত দোলনা ঝুলিয়ে দিন। বাড়ির বাইরে দোলনা রাখলে তা রট আয়রনের রাখাই ভাল। এতে রোদ-জল-ঝড়ে নষ্ট হওয়ার ভয় নেই। দোলনার আশেপাশে দু’-চারটে টুল রাখুন। এক্কেবারে উপযুক্ত আড্ডাখানা হয়ে যাবে। দোলনার ফ্রেম সাজাতে পারেন নকল ফুল, পাতা দিয়ে।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে