Advertisement
Advertisement

Breaking News

দুধের চেয়ে ভাল বিয়ার, দাবি PETA-এর

বিয়ার না দুধ? পছন্দ কোনটি?

PETA says beer is better than milk
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 28, 2016 8:11 pm
  • Updated:October 28, 2016 8:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দুধ না খেলে, হবে না ভাল ছেলে!’ চন্দ্রবিন্দুর এই বিখ্যাত গানটি শুনিয়ে কত ছেলে-মেয়েকেই না দুধ খেতে উদ্বুদ্ধ করেছেন তাদের মা-বাবারা৷ কিন্তু এবার যদি বলি বিয়ার দুধের থেকে ভাল? তাহলে সন্তানদের কী বলবেন? সন্তানকে ঠিক কী খাওয়ার পরামর্শ দেবেন?

এসব ভাবার আগে বলে রাখা দরকার বিয়ারকে দুধের চেয়েও ভাল হেলথ ড্রিংকের তকমা দিল কারা৷ বিয়ারকে দুধের চেয়ে ভাল বলেছে পেটা (PETA)৷ পিপল ফর দ্য এথিকাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালসের তরফ থেকে ‘গট বিয়ার’ নামক একটি ক্যাম্পেন মার্কিন মুলুকের কয়েকটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের সামনে চালু করেছে৷ ‘গট মিল্ক’-এর পরিবর্তে আচমকা এহেন বিয়ারের সপক্ষে কথা বলার জন্য যুক্তিও দেখিয়েছেন তাঁরা৷ তাঁদের গবেষণা অনুযায়ী, ডেয়ারি জাতীয় পদার্থ শরীরের নানা ধরনের ক্ষতি করে৷ অন্যদিকে, বিয়ার দেহের হাড় মজবুত করে৷ পাশাপাশি, তাদের দাবি, দুধ স্থুলতা, ডায়াবেটিস ইত্যাদি অসুখের কারণ হলেও বিয়ার থেকে এমন কোনও সমস্যা হওয়ার সম্ভাবনা নেই৷

Advertisement

এবার আপনি ভেবে বলুন বিয়ার না দুধ খেয়ে ভাল ছেলে বা মেয়ে হতে চান?

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ