Advertisement
Advertisement

Breaking News

couple

ধন্যি প্রেম! প্রবল ঝড়বৃষ্টির মাঝেও নদী পেরিয়ে চার্চে বিয়ে সারলেন যুগল

দেখুন যুগলের জীবনের বিশেষ মুহূর্তের ভাইরাল ছবি।

A couple wade through a flooded river to get married ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 28, 2020 2:18 pm
  • Updated:October 28, 2020 3:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে ইচ্ছা থাকলে উপায় হয়। সেক্ষেত্রে কোনও প্রতিকূলতাই বড় হয়ে দাঁড়াতে পারে না। সেকথাই যেন খেটে গেল ফিলিপিন্সের এক দম্পতির (Couple) ক্ষেত্রে। কোনও বাধাই যে জীবনকে থমকে দিতে পারে না তা নিজেদের জীবনের বিশেষ মুহূর্ত উদযাপনের মাধ্যমে প্রমাণ করলেন তাঁরা।

ঘূর্ণিঝড় কুইন্টার প্রভাবে ফিলিপিন্সে দিনকয়েক ধরে ভারী বৃষ্টি চলছে। ঝোড়ো হাওয়াও রয়েছে। তার প্রভাবে নদীগুলিও বিপদসীমার উপর দিয়ে বইছে। কিন্তু এমন প্রাকৃতিক বিপর্যয় যে আসবে তা আগে থেকে কারোর জানা ছিল না। তাই তো চলতি মাসের ২৩ তারিখ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন রনিল গুইলিপা এবং জেজিয়েল মাসৌলা। কিন্তু বিয়ে করতে চার্চে যাবেন কীভাবে? কারণ, চার্চের পথের নদী যেন প্রাকৃতিক বিপর্যয়ে যৌবন লাভ করেছে। হু হু করে বইছে। বিয়ে কী তবে পিছিয়ে দেওয়া হবে? এই ভাবনাও ভেবেছিলেন পরিজনেরা। তবে তাতে তরুণ-তরুণীর মন সায় দিচ্ছিল না।

Advertisement

[আরও পড়ুন: ‘বাবা কা ধাবা’-র অসহায় দম্পতির নিখরচায় অপারেশন, নেটদুনিয়ায় প্রশংসা কুড়োচ্ছেন চিকিৎসক]

তাই বিয়ের দিন সকাল সকাল নির্ধারিত পোশাক আশাক পরে তৈরি হয়ে যান তাঁরা। চার্চের উদ্দেশে বাড়ি থেকে বেরিয়ে পড়েন তাঁরা। হবু স্ত্রীর সাদা পোশাক নষ্ট কিছুতেই হবে দেবেন না তরুণ। তাই নদী পার করার সময় উঁচু করে তুলে ধরেন মনের মানুষের পোশাক। প্রেমিকের শক্ত হাত পেলে কে না পথের বাধা পেরিয়ে এগোতে পারে? তাই তো প্রেমিকাও চার্চের পথে এগিয়ে চলেন তড়তড়িয়ে।

Advertisement

চার্চে দাঁড়িয়ে দু’জনে সারাজীবন একসঙ্গে পথ চলার অঙ্গীকারবদ্ধ হন। জীবনের বিশেষ মুহূর্তে অন্যরকম অভিজ্ঞতা হওয়ায় খুশি দু’জনেই। বিয়ের পর বৃষ্টির জন্য বেশ কিছুক্ষণ চার্চে অপেক্ষা করতে হয় তাঁদের। ঝড়বৃষ্টি পেরিয়ে বিয়ের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ধন্যি প্রেম, তাঁদের দেখে বলছেন অনেকেই।

[আরও পড়ুন: ‘জুরাসিক’ যুগ! আচমকা ট্রাকের পথ আটকাল ভয়ংকর কোমোডো ড্রাগন, ভাইরাল হাড়হিম করা ছবি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ