Advertisement
Advertisement
জিও ফাইবার

পিছিয়ে যাচ্ছে ‘জিও ফাইবার’ পরিষেবা চালুর দিনক্ষণ! কী জানাল সংস্থা?

আগামী ৫ সেপ্টেম্বর থেকে এই পরিষেবা চালু হওয়ার কথা ছিল৷

According to sources, JioFiber commercial roll-out may see a slight delay

ফাইল ফটো

Published by: Sulaya Singha
  • Posted:August 26, 2019 12:52 pm
  • Updated:August 26, 2019 12:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিলায়েন্সের ৪২তম বার্ষিক সাধারণ সভায় বড়সড় ঘোষণা করেছিলেন সংস্থার কর্ণধার মুকেশ আম্বানি৷ জানিয়েছিলেন, আগামী ৫ সেপ্টেম্বর থেকে চালু হবে ‘জিও ফাইবার’ পরিষেবা৷ যাতে মাত্র ৭০০ টাকার বিনিময়েই ঘরে ঘরে পৌঁছে যাবে কেবল-ফোন-ইন্টারনেট পরিষেবা৷ কিন্তু এখন শোনা যাচ্ছে, নির্ধারিত দিনে পরিষেবা চালু হচ্ছে না৷ এককথায় জিও ফাইবারের সুবিধা ভোগ করতে আরও খানিকটা অপেক্ষা করতে হবে গ্রাহকদের বলেই খবর৷

[আরও পড়ুন: জিওর প্রভাব, এক বছরের জন্য গ্রাহকদের এই পরিষেবা বিনামূল্যে দিচ্ছে BSNL]

জিও ফাইবার পরিষেবা চালুর আগে গত এক বছর ধরে তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে৷ তারপরই আকর্ষণীয় এই অফারের কথা ঘোষণা করেন মুকেশ আম্বানি৷ এমনকী এও বলা হয়, পরীক্ষামূলকভাবে প্রথমে মুম্বই, দিল্লি-এনসিআর, আহমেদাবাদ, জামনগর, সুরাট এবং ভাদোদরায় পরিষেবা চালু হবে৷ তারপর এক বছরের মধ্যে এক হাজার ছ’শোটি শহরের প্রায় ২ কোটি গ্রাহকের কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে৷ কিন্তু একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, কথা রাখতে পারছে না রিলায়েন্স৷ কারণ নির্ধারিত দিনে কমার্সিয়াল প্ল্যানটি আনতে পারছে না সংস্থা। কারণ এখনও পর্যন্ত এর পরীক্ষা প্রক্রিয়া শেষ হয়নি। একইসঙ্গে ১৬০০ শহরে এই পরিষেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও কোম্পানি কতটা বাস্তবায়িত করতে পারবে, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ FTTH ব্রডব্র্যান্ড পরিষেবাটির প্রাথমিক পরিকাঠামো ফের খতিয়ে দেখা হবে। যদিও এনিয়ে কোম্পানির তরফে কিছু জানানো হয়নি। মনে করা হচ্ছে, আগামী ৫ সেপ্টেম্বরই এনিয়ে মুখ খুলতে পারে সংস্থা।

Advertisement

[আরও পড়ুন: বিজ্ঞানের নয়া আবিষ্কার, এবার মাত্র ছ’মিনিটেই ফুল চার্জ হবে স্মার্টফোন]

রিলায়েন্স জানিয়েছিল, এই পরিষেবায় ৭০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০,০০০ টাকার মাসিক প্ল্যান রয়েছে৷ সবচেয়ে কম খরচের প্ল্যানে ১০০ এমবিপিএস গতিতে ইন্টারনেট পরিষেবা পাবেন গ্রাহক৷ একটু খরচ করলেই সেই গতি পৌঁছে যাবে ১ জিবিপিএসে। এছাড়া কোনও গ্রাহক জিও ফাইবার পরিষেবার অন্তর্ভুক্ত হলে ভয়েস কলের বিভিন্ন সুবিধাও নিখরচায় ব্যবহার করতে পারবেন। মাত্র ৫০০ টাকার প্যাকে আমেরিকা ও কানাডায় আনলিমিটেড ভয়েস কল করার সুযোগ মিলবে৷ জিও গিগা ফাইবারের অন্তর্গত জিও হোম ফোন পরিষেবায় বিনামূল্যে করা যাবে লোকাল ও এসটিডি কল৷ কেবলমাত্র আন্তর্জাতিক কলের জন্য নেওয়া হবে যৎসামান্য টাকা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ