Advertisement
Advertisement

Breaking News

WhatsApp

ফাঁদ পাতছে প্রতারকরা, রুখতে নয়া ফিচার আনল হোয়াটসঅ্যাপ

কী রয়েছে নয়া ফিচার প্রাইভেসি চেকআপে?

Here is how you can ensure your WhatsApp account is protected। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:November 10, 2023 6:38 pm
  • Updated:November 10, 2023 6:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত সময় যাচ্ছে, ততই জনপ্রিয়তা বেড়ে চলেছে হোয়াটসঅ্যাপের। বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ থেকে পড়াশোনা এমনকী অফিসের কাজেও আজকাল ব্যবহার করা হয় মেসেজিং অ্যাপটি। আর এরই সুযোগ নিতে সাইবার প্রতারকরা নানা রকম ফাঁদও পাতছে ইউজারদের বিপদে ফেলতে। কিন্তু জানেন কি হোয়াটসঅ্যাপে সম্প্রতি নিয়ে আসা হয়েছে নয়া ফিচার প্রাইভেসি চেকআপ। যার সাহায্যে দ্রুত খতিয়ে দেখা সম্ভব নিজেদের প্রাইভেসি সেটিংস। যা থেকে ইউজাররা নিজেদের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে পারবেন।

আর এর জন্য প্রথমেই প্রাইভেসি সেটিংসে গিয়ে ‘স্টার্ট চেকআপ’-এ ট্যাপ করুন। তাহলেই পর পর বেশ কিছু স্ক্রিন দেখা যাবে যার সাহায্যে ইউজাররা দেখে নিতে পারবেন কারা তাঁদের কোনও গ্রুপে অ্যাড করতে পারবেন, অনলাইন স্টেটাস বা লাস্ট সিন দেখতে পারবেন ইত্যাদি। এমনকী অচেনা কলারকে হোয়াটসঅ্যাপে কল করা থেকে বিরত করাও যাবে সেটিংসে গিয়ে।

Advertisement

[আরও পড়ুন: Suvendu Adhikari: নন্দীগ্রামের শহিদ মঞ্চে ‘চোরমুক্ত’ বাংলা গড়ার ডাক শুভেন্দুর, ‘আপনিই গ্রেপ্তার হবেন’, পালটা কুণালের]

প্রসঙ্গত, অজানা ইউজাররা প্রায়শই ফাঁদ পাতে। তাই তাদের রুখতে সতর্কতার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। এমনকী নিজের প্রোফাইল ছবিও চাইলে তাদের থেকে ‘হাইড’ করে রাখা সম্ভব। নতুন প্রাইভেসি চেকআপ ফিচারের সাহায্যে ইউজারদের গোপনীয়তা বাড়ানোর ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ (WhatsApp) আরও কয়েক কদম এগলো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

[আরও পড়ুন: গাজায় কি উপনিবেশ স্থাপনের পথে ইজরায়েল? অবস্থান স্পষ্ট করলেন ‘যুদ্ধবাজ’ নেতানিয়াহু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ