BREAKING NEWS

২৩ জ্যৈষ্ঠ  ১৪৩০  বুধবার ৭ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

বয়স ১৮’র বেশি? জেনে নিন করোনা টিকা পেতে কীভাবে রেজিস্টার করবেন CoWIN-এ

Published by: Sulaya Singha |    Posted: April 20, 2021 4:07 pm|    Updated: April 20, 2021 4:07 pm

How those above 18 years can register themselves on CoWIN to get corona Vaccine | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সোমবার বড়সড় ঘোষণা করেছে কেন্দ্র। জানানো হয়েছে, আগামী ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেককেই দেওয়া হবে করোনার টিকা (Corona Vaccine)। এর জন্য টিকা সরবরাহে যাতে কোনও ঘাটতি না থাকে, সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। এবার প্রশ্ন হল, করোনা ভ্যাকসিন নেওয়ার প্রক্রিয়া কী? কীভাবেই বা টিকা পেতে রেজিস্টার করতে হবে? চলুন ধাপে ধাপে জেনে নেওয়া যাক।

এর জন্য প্রথমেই আপনাকে কেন্দ্রের তৈরি CoWIN-এ রেজিস্টার করতে হবে। কীভাবে?
১. cowin.gov.in ওয়েবসাইটে যান। সেখানে রেজিস্টার করার জায়গায় নিজের ১০ সংখ্যার মোবাইল নম্বর অথবা আধার কার্ড নম্বর দিন।
২. মোবাইল নম্বরে একটি OTP বা ওয়ান টাইম পাসওয়ার্ড পাবেন। সেটি বসিয়ে ফেলুন।
৩. রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হতেই টিকা নেওয়ার জন্য নিজের পছন্দমতো তারিখ ও সময় বেছে নেওয়া যাবে।
৪. দিনক্ষণ বেছে নেওয়ার পরই একটি রেফারেন্স আইডি দেওয়া হবে। এর মাধ্যমেই আপনি টিকাকরণের সার্টিফিকেট পাবেন।

[আরও পড়ুন: সবুজে একঘেয়েমি? গোলাপী হোয়াটসঅ্যাপ ডাউনলোড করলেই সর্বনাশ!]

এবার জেনে নেওয়া যাক, রেজিস্ট্রেশনের সময় সঙ্গে কী কী নথিপত্র রাখা আবশ্যক।
নিচের পরিচয়পত্রগুলির মধ্যে যে কোনও একটি বাধ্যতামূলক।

আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আই কার্ড, ড্রাইভিং লাইসেন্স, শ্রমমন্ত্রকের অনুমোদিত স্বাস্থ্যবিমা স্মার্ট কার্ড, ১০০ দিনের কাজের জব কার্ড, সাংসদ/বিধায়ক কার্ড, পাসপোর্ট, ব্যাংক অথবা পোস্ট অফিসের পাসবুক, পেনশনের কাগজপত্র, সরকারি চাকরির সার্ভিস কার্ডের মধ্যে যে কোনও একটি হলেই চলবে।

গতকাল কেন্দ্রের তরফে এও জানানো হয়, টিকা প্রস্তুতকারক সংস্থা তাদের উৎপাদনের ৫০ শতাংশ রাজ্যগুলিকে সরাসরি সরবরাহ করতে পারবে। আর পূর্ব নির্ধারিত দামে খোলা বাজারে বিক্রি করা যাবে করোনা টিকা। তবে এই ঘোষণার পর প্রশ্ন উঠছে করোনা টিকার জোগান নিয়ে। কারণ ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ভ্যাকসিনের অভাব দেখা দিয়েছে।   

[আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার কিংবা ইনস্টাগ্রাম ব্যবহার করেন? হতে পারে এই বড় ঘোষণা]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে