Advertisement
Advertisement

Breaking News

আপনার অব্যর্থ লক্ষ্যে ঘায়েল হবে শত্রু, নয়া ভিডিও গেমে চমক বায়ুসেনার

কোন কৌশলে জানেন?

IAF mobile game teaser featuring Abhinandan Varthaman
Published by: Tanujit Das
  • Posted:July 22, 2019 8:57 pm
  • Updated:May 20, 2023 3:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডর অভিনন্দন বর্তমানের মতো আপনিও যদি শত্রুকে নিমেষে খতম করতে পারেন, কেমন লাগবে? কী, মশকরা মনে হচ্ছে? একদমই নয়৷ খুব শীঘ্রই হয়ত এমন সুযোগ আসবে আমার-আপনার কাছে৷ কীভাবে? সৌজন্যে ভারতীয় বায়ুসেনা৷

[ আরও পড়ুন: ফেস অ্যাপের ন্যায় প্রযুক্তির কল্যাণে ১৮ বছর আগে হারানো ছেলের হদিশ পেল পরিবার]

Advertisement

আরও স্পষ্ট করে বলতে গেলে, এবার কোনও ট্রেনিং ছাড়াই আপনাকে সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছে বায়ুসেনা৷ তবে  সত্যিকারের যুদ্ধক্ষেত্রে নয়, বরং ভিডিও গেমের মাধ্যমে আপনাকে যুদ্ধের পরিবেশে নিয়ে যাওয়ার কথা ভাবছে তাঁরা৷ সম্প্রতি প্রকাশ্যে এসেছে ভারতীয় বায়ুসেনার এই ভিডিও গেমের টিজার৷ যেখানে শুরুতেই চমকের ব্যবস্থা করেছে বায়ুসেনা৷ ব্যবহার করা হয়েছে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের মতো দেখতে একজনকে৷ ওরকমই মুখের গঠন৷ ওরকমই গায়ের রঙ৷ সঙ্গে অবশ্যই রয়েছে তাঁর ট্রেডমার্ক ‘গোঁফ’৷

Advertisement

কেবল একা অভিনন্দন নন, তাঁর সঙ্গে রয়েছে মিগ ২১-এর মতো দেখতে একটি যুদ্ধবিমানও৷ পাক ভূমিতে ভারতীয় বায়ুসেনার বালাকোট এয়ারস্ট্রাইকের পর যে যুদ্ধবিমান নিয়ে সীমান্ত টপকে পাকিস্তানে প্রবেশ করেছিলেন তিনি, টিজারেও তেমন একটি যুদ্ধ বিমানকেও দেখানো হয়েছে৷ সঙ্গে রয়েছে, যুদ্ধক্ষেত্রের বিভিন্ন পরিস্থিতির ক্লিপিংস৷ কখনও দেখা যাচ্ছে যুদ্ধবিমান থেকে ছোঁড়া মিসাইল আঘাত করছে নির্দিষ্ট টার্গেটে৷ অব্যর্থ লক্ষ্যে ধ্বংস করছে শত্রুর ঘাঁটি৷ কখনও দেখা যাচ্ছে, শত্রুর ছোঁড়া মিসাইলকে ডজ করে এগিয়ে যাচ্ছে বায়ুসেনার যুদ্ধবিমান৷ জানা গিয়েছে, আগামী ৩১ জুলাই গুগল প্লে-স্টোর ও অ্যাপেল স্টোরে মুক্তি পাবে সম্পূর্ণ গেমটি৷

[ আরও পড়ুন: ৯ লাখের ক্যামেরা মিলল সাড়ে ছ’হাজারে! আমাজনে ছাড়ের বহর দেখে হতবাক ক্রেতারাও ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ