Advertisement
Advertisement

Breaking News

Android app

এই অ্যাপটি ইনস্টল করলেই ফেসবুক থেকে ফাঁস হচ্ছে ব্যক্তিগত তথ্য! এখনই ডিলিট করুন

কোনও অ্যাপ ডাউনলোড করার আগে কী কী মাথায় রাখা জরুরি, জেনে নিন।

This Android app is stealing your Facebook credentials | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:March 23, 2022 4:58 pm
  • Updated:March 23, 2022 4:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুগল প্লে স্টোরে হাজারো অ্যাপের ভিড়। কোনওটি পছন্দ হলে অনুমতি দিলেই নিমেষে তা ইনস্টল হয়ে যায় আপনার স্মার্টফোনে। কিন্তু জেনে রাখুন, প্লে স্টোরে এমন অনেক অ্যাপ রয়েছে, যা কিন্তু হাতিয়ে নিতে পারে আপনার ব্যক্তিগত তথ্য! তাই আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন, তাহলে অবশ্যই জেনে রাখুন কোন অ্যাপটি ইনস্টল করার কথা ভাবাও উচিত নয়।
 
সম্প্রতি একটি রিপোর্টে জানা গিয়েছে, কার্টুন বানানো যায়, এমন একটি অ্যাপ ইনস্টল করলেই নাকি ফেসবুক থেকে চুরি হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য! অ্যাপটির নাম ক্রাফ্টসার্ট কার্টুন ফটো টুলস (Craftsart Cartoon Photo Tools)। ইতিমধ্যেই নাকি এক লক্ষেরও বেশি অ্যান্ড্রয়েড ইউজার এই অ্যাপটি ডাউনলোড করে ফেলেছেন। এই অ্যাপ আপনার মেনুতে ঘাপটি মেরে বসে থাকে। সেটির মাধ্যমে কোনও ছবি এডিট করতে গেলেই বিপদ! ফেসবুক ব্যবহারের স্বার্থে যে তথ্য আপনি একান্ত নিজের জন্য রাখেন, যেমন আপনার ফোন নম্বর, ই-মেল আইডি ইত্যাদি, সেসব অনায়াসে হাতিয়ে দিতে পারে এই অ্যাপ।
 

[আরও পড়ুন: ২০০ কোটির ক্লাবে ‘দ্য কাশ্মীর ফাইলস’, জানেন কত পারিশ্রমিক নিয়েছেন অনুপম খের ও মিঠুন?

 
তবে গুগলের মুখপাত্র জানান, বিষয়টি নজরে আসতেই তা প্লে স্টোর (Google Play Store) থেকে সরিয়ে ফেলা হয়েছে। তবে যাঁরা ইতিমধ্যেই অ্যাপটি ইনস্টল করেছেন, তাঁরা এখনও এটি ব্যবহার করতে পারবেন। কিন্তু ইউজারদের সতর্ক করে অ্যাপটি দ্রুত আনইনস্টল করার পরামর্শ দেওয়া হয়েছে।
 
কীভাবে আপনার তথ্য হ্যাক করা হচ্ছে এই অ্যাপের মাধ্যমে? অ্যাপটি আপনাকে যে কোনও একটি ছবি আপলোড করে তা কার্টুনে পরিণত করতে বলে। এরপরই আপনার মোবাইলে ভেসে ওঠে ফেসবুকের লগ ইন স্ক্রিন। আপনার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই অ্যাপ সেই তথ্য পাঠিয়ে দেয় utuu[.]info [VirusTotal]-তে। এখান থেকেই স্ক্যামাররা তথ্য জোগাড় করে নেয়। তাই কোনও অ্যাপ ডাউনলোড করার আগে কী কী মাথায় রাখা জরুরি, জেনে নিন।
 
১. ইনস্টল করার আগে ডেভেলপার কারা, তা ভালভাবে জেনে নিন।
২. অ্যাপটির রিভিউ এবং রেটিং চেক করে নিন। যে অ্যাপে ম্যালওয়্যার রয়েছে, তার রিভিউ ভাল হয় না।
৩. কোনও অচেনা অ্যাপে নিজের নাম, মোবাইল নম্বর, ঠিকানার মতো ব্যক্তিগত তথ্য দেবেন না।
৪. যে অ্যাপ মাইক্রোফোন, কনট্যাক্ট লিস্টের মতো তথ্য শেয়ার করতে বলে, সেগুলি ইনস্টল না করাই শ্রেয়।
 

[আরও পড়ুন: রামপুরহাট কাণ্ডে ২৪ ঘণ্টার মধ্যে SIT-এর রিপোর্ট তলব, একগুচ্ছ নির্দেশিকা কলকাতা হাই কোর্টের]

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ