Advertisement
Advertisement
Parag Agarwal

কেন চাকরি গেল টুইটারের প্রাক্তন CEO পরাগ আগরওয়ালের? কত টাকা ক্ষতিপূরণ পাবেন?

মাস্ক টুইটার কিনতেই বরখাস্ত হলেন পরাগ আগরওয়াল।

Why Parag Agarwal was sacked from Twitter and how much compensation he will get | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 28, 2022 5:15 pm
  • Updated:October 28, 2022 6:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টুইটারের মালিকানা এলন মাস্কের (Elon Musk) হাতে যেতেই চাকরি হারাতে হয়েছে সংস্থার সিইও পরাগ আগরওয়ালকে (Parag Agarwal)। টুইটারের মালিক হিসাবে প্রথম পদক্ষেপেই পরাগকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন মাস্ক। কিন্তু চাকরি খোয়ালে কী হবে, আর্থিকভাবে বিরাট কোনও ক্ষতি হচ্ছে না পরাগের। বরং তিনি লাভবানই হচ্ছেন। কারণ চুক্তির শর্ত অনুযায়ী, ভারতীয় বংশোদ্ভূত এই প্রযুক্তিবিদকে সরানোর জন্য মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। যার পরিমাণ প্রায় ৪.২ কোটি মার্কিন ডলার।

কিন্তু চাকরি গিয়েও কী করে এত টাকা পাচ্ছেন পরাগ? টুইটারের (Twitter) সঙ্গে পরাগের চুক্তি অনুযায়ী, মালিকানা বদলের এক বছরের মধ্যে যদি তাঁকে বরখাস্ত করে দেওয়া হয়, তাহলে বিপুল পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। চুক্তি অনুযায়ী, এই ক্ষতিপূরণের পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ৩৪৫ কোটি টাকা। প্রসঙ্গত, ২০২১ সালে পরাগের এই ক্ষতিপূরণের পরিমাণ ছিল ৩ কোটি মার্কিন ডলার। একবছরে বেশ খানিকটা বেড়ে গিয়েছে পরাগ আগরওয়ালের ক্ষতিপূরণের পরিমাণ।

Advertisement

[আরও পড়ুন: বুড়ো হচ্ছে দেশ! ‘বাচ্চা কবে হবে’, নবদম্পতিদের প্রশ্ন চিন সরকারের]

ভারতীয় বংশোদ্ভূত পরাগ আইআইটি বম্বের প্রাক্তনী। সেই সঙ্গে ঐতিহ্যশালী স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেছেন তিনি। চলতি বছরের এপ্রিল মাসে টুইটার কেনার ইচ্ছা প্রকাশ করেন ধনকুবের এলন মাস্ক। তখনই পরাগের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন টেসলা প্রধান। টুইটারে ভুয়ো অ্যাকাউন্টের বিষয়ে তাঁকে ভুল তথ্য দিয়েছেন পরাগ, এমনই দাবি করেছিলেন মাস্ক। তখনই পরিষ্কার হয়ে যায়, টুইটারের মালিকানা মাস্কের হাতে গেলেই চাকরি যাবে পরাগের।

দীর্ঘ টালবাহানার পরে বৃহস্পতিবার অবশেষে টুইটার কিনে ফেলেন এলন মাস্ক। তারপরেই পরাগ-সহ বেশ কয়েকজনকে ছেঁটে ফেলেন তিনি। বিজয়া গাড্ডে ছাড়াও টুইটারের শীর্ষস্থানীয় দু’জন কর্তাকে সরিয়ে দেন মাস্ক। শুধুমাত্র উচ্চপদস্থ আধিকারিক নয়, প্রচুর সংখ্যায় সাধারণ কর্মীকেও ছাঁটাই করে দেওয়া হবে বলে জানা গিয়েছে। টুইটার কিনতে গিয়ে প্রচুর পরিমাণে ঋণ নিতে হয়েছে মাস্ককে। তাই মাইনে দেওয়ার ভয়েই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছেন টুইটারের নয়া মালিক।

[আরও পড়ুন: এক দেশ এক উর্দি! সব রাজ্যের পুলিশকর্মীদের পোশাক হোক একইরকম, প্রস্তাব মোদির]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement