Advertisement
Advertisement

Breaking News

Royal Bengal Tiger

শীতের মরশুমে প্রথমবার সুন্দরবনে রয়্যাল দর্শন, উচ্ছ্বসিত পর্যটকরা

ম্যানগ্রোভের জঙ্গলে অক্সিজেন নেওয়ার ফাঁকে এ যেন বাড়তি পাওনা।

Royal Bengal Tiger spotted in Sunderban's Gajikhali ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:November 9, 2020 10:39 am
  • Updated:November 9, 2020 6:32 pm

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ইতিমধ্যেই বঙ্গে ইনিংস শুরু করেছে শীত। তাপমাত্রার পারদ একটু একটু করে নামতে শুরু করেছে। বাড়ির পাখা ঠিক কতটা জোরে চলবে, তা নিয়ে নিশ্চয়ই পরিজনদের সঙ্গে আপনার এতক্ষণে তরজাও শুরু হয়ে গিয়েছে। অন্য বছর হলে এতক্ষণে ছোটখাটো বেড়াতে যাওয়ার পরিকল্পনাও নিশ্চয়ই করে ফেলতে পারতেন আপনি। কিন্তু ক্ষুদ্রাতিক্ষুদ্র ভাইরাসের দাপটে এ বছর সে সাহস দেখাতে পারছেন না অনেকেই। তবে এই পরিস্থিতিতেও যাঁরা শীতের মরশুমে সুন্দরবন পাড়ি দিয়েছিলেন তাঁদের জন্য বাড়তি পাওনা রয়্যাল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger) দর্শন। কারণ, ম্যানগ্রোভের জঙ্গলে মরশুমে প্রথমবার দেখা মিলল বাঘের।

রবিবার সুন্দরবনের জঙ্গলের চোরা গাজিখালিতে মরশুমের প্রথম বাঘ দেখতে পাওয়া যায়। জঙ্গলের ভিতরে ঘোরাফেরা করতেই মূলত দেখা যায় রয়্যাল বেঙ্গল টাইগারকে। পর্যটকরাই প্রথমে বাঘটিকে দেখতে পান। সেভাবে পর্যটকের চাপ এবার সুন্দরবনে নেই। তবে অল্প সংখ্যক পর্যটক বাঘ দেখে বেশ খুশি হয়েছেন। অনেকেরই দাবি, করোনা পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে সুন্দরবনে বেড়াতে এসে কার্যত লাভই হল তাঁদের। ক্যানিংয়ের পর্যটন ব্যবসায়ী সুরজ দাস বলেন, “শীতের মরশুমে এই প্রথমবার বাঘ দেখা গেল। পুজোর মরশুমে পর্যটক এসেছিলেন ঠিকই। তবে সে সময় বাঘের দেখা পাওয়া যায়নি।”

Advertisement

[আরও পড়ুন: বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পরপর ৬টি কারখানা, দীপাবলির মুখে মাথায় হাত ব্যবসায়ীদের]

বাঙালি ভ্রমণপিপাসু। তাদের পায়ের তলায় সরষে। তাই অল্প কয়েকদিনের জন্য বেড়াতে যাওয়ার কথা হলেই সুন্দরবন (Sunderban) তাঁদের মনে আসেই। প্রায় প্রতি বছরই সবুজের মাঝে অক্সিজেনের খোঁজে পাড়ি দেন অনেকেই। বাক্সপ্যাঁটরা গুছিয়ে বেরিয়ে পড়েন অগণিত পর্যটক। চলতি বছর করোনা পরিস্থিতির জন্য লকডাউন ছিল অনেকদিন। সেই সময় বাড়ি থেকে বেরতে পারেননি কেউ। তার ফলে ব্যাপক ক্ষতি হয় পর্যটন ব্যবসায়। এরপর আনলক পর্যায়ের মাধ্যমে  অর্থনীতিকে সচল করার চেষ্টা শুরু হয়। কম হলেও আনলক পরিস্থিতিতে সামান্য কিছু পর্যটকের মুখ দেখা যাচ্ছে। ব্যবসায় জোয়ার আসছে না ঠিকই। তবে লকডাউন পরিস্থিতির চেয়ে সামান্য আর্থিক উন্নতি হওয়ায় পর্যটন ব্যবসায়ীদের মুখে ফের হাসি ফুটেছে। কঠিন পরিস্থিতিতে ম্যানগ্রোভের জঙ্গলে অক্সিজেন নিতে পেরে খুশি পর্যটকরাও।

Advertisement

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: খুলছে ভিক্টোরিয়া–সহ কলকাতার চারটি দর্শনীয় স্থান, জানেন কী কী নিয়ম মানতে হবে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ