Advertisement
Advertisement

Breaking News

COVID-19

করোনা ‘যুদ্ধে’ শামিল টুইটার CEO, ত্রাণ তহবিলে ১০০ কোটি মার্কিন ডলার দেবেন জ্যাক ডোরসে

অনুদানের অর্থ তাঁর মোট সম্পত্তির ২৮ শতাংশ, জানিয়েছেন ডোরসে।

Twitter CEO Jack Dorsey pledges $1 billion to combat Corona
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 9, 2020 1:37 pm
  • Updated:April 9, 2020 1:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার করোনা মোকাবিলায় এগিয়ে এলেন টুইটারের সিইও জ্যাক ডোরসে (Jack Dorsey)। ত্রাণ তহবিলে সাহায্যের জন্য নিজের মালিকানাধীন একটি সংস্থার ১০০ কোটি মার্কিন ডলারের সম্পত্তি বিক্রি করতে চলেছেন তিনি। করোনা মোকাবিলায় এখনও পর্যন্ত তিনিই সর্বাধিক অনুদান প্রদানকারী।

টুইট করে ডোরসে (Jack Dorsey) জানান যে, বিশ্বব্যাপী মহামারি মোকাবিলায় অর্থ সাহায্যের জন্য সংস্থার শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যে অর্থ তিনি দেবেন তা তাঁর মোট সম্পত্তির ২৮ শতাংশ বলে জানান টুইটার কর্তা। স্টার্ট স্মল এলএলসি নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমেই প্রদান করা হবে এই অনুদানের অর্থ। ডোরসে জানান, বিশ্বের এই সংকট কেটে গেলে নজর দেওয়া হবে মেয়েদের শিক্ষা ও স্বাস্থ্যের দিকে।

Advertisement

[আরও পড়ুন: করোনার কামড়ে বিধ্বস্ত নিউ ইয়র্ক-নিউ জার্সি, একদিনে রেকর্ড মৃত্যু দুই শহরে]

 

ডোরসে টুইটে আরও বলেন, এতদিন স্বেচ্ছাসেবী সংস্থায় তাঁর আয়-ব্যায় সম্পূর্ণটাই গোপন রাখা হত। কিন্তু এরপর থেকে তা উন্মুক্ত সকলের জন্য। যাতে তাঁর কাজ দেখে অন্যরা শিখতে পারেন। পাশাপাশি, অন্যদের থেকে তিনিও নতুন কিছু জানতে পারেন। ফোর্বসের বিচারে ডোরসের (Jack Dorsey) মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৩০ কোটি মার্কিন ডলার। প্রসঙ্গত, করোনা মোকাবিলায় শামিল হয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও। ৩০ মিলিয়ন ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আমাজনের জেফ বেজোস এই কঠিন সময়ে খাদ্যের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ব্যাংকগুলিকে ১০০ মিলিয়ন অনুদান দিয়েছেন।

[আরও পড়ুন: করোনার ওষুধ চেয়ে রামায়ণের উদাহরণ, ভারতের কাছে আরজি ব্রাজিলের প্রেসিডেন্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ