Advertisement
Advertisement

বন্ধুর বিয়েতে উপহার ৫ লিটার পেট্রল!

মূল্যবৃদ্ধির বাজারে মন্দ কী?

A Unique Wedding Gift For Tamilnadu Groom
Published by: Sayani Sen
  • Posted:September 17, 2018 7:44 pm
  • Updated:September 17, 2018 7:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধরুন বিয়ে বাড়িতে কেউ আপনাকে নিমন্ত্রণ করল৷ সেক্ষেত্রে শাড়ি, গয়না, গেরস্থালির সামগ্রী, নগদ টাকা বা হালের গিফট কুপন ছাড়া উপহার হিসাবে আর কিছু ভাবতে পারেন আপনি?  ভাবছেন তো, এর বাইরে কী উপহার দেওয়া যায়৷ কিন্তু আপনার ভাবনাচিন্তার বাইরেও রয়েছে এমন কিছু, যা উপহার হিসাবে নবদম্পতির হাতে তুলে দিয়ে রীতিমতো সকলকে অবাক করে দিয়েছেন তামিলনাডুর এক ব্যক্তি৷

[বিমানে মশার কামড়ে অতিষ্ঠ! ১.৩৫ লক্ষ টাকা জরিমানা ইন্ডিগো-র]

দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রল ও ডিজেলের দাম৷ গোটা দেশ জুড়েই পরিস্থিতি একইরকম৷ জ্বালানির ঊর্ধ্বমুখী দরের সঙ্গে সামাল দিতে গিয়ে নাভিশ্বাস আমজনতার৷ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামে হেঁশেলে টান পড়েছে গৃহস্থের৷ রান্নার জিনিসের অত্যন্ত দামে হাতে ছেঁকা লাগছে তাঁদের৷ এই অবস্থায় তামিলনাড়ুর কুল্লাডোরে এক যুবক বেশ ধুমধাম করেই নিজের বিয়ের বন্দোবস্ত করেছিলেন৷  নিমন্ত্রিতর তালিকাও ছিল যথেষ্ট লম্বা৷ সেই তালিকাতেই ছিলেন এক ব্যক্তি৷ আর পাঁচজনের মতো তিনিও নবদম্পতির কাছে যান৷ তাঁদের হাতে তুলে দেন উপহার৷ বন্ধুর বিয়েতে পাঁচ লিটার পেট্রল উপহার দিলেন তামিলনাড়ুর ওই ব্যক্তি৷ দুর্মূল্যের বাজারে এর চেয়ে ভাল উপহার আর কী বা হতে পারে? নিজের স্বামীর বন্ধুর হাত থেকে এই উপহার দেখে প্রথমে হকচকিয়ে গিয়েছিলেন নববধূ৷ তবে তাঁর পতিদেবও যে বন্ধুর উহার দেখে অবাক হয়ে যাননি এমনটা ভাবার কোনও প্রয়োজন নেই৷ বেশ কিছুক্ষণ পর যদিও বন্ধুর দেওয়া পাঁচ লিটার পেট্রল হাসি মুখে গ্রহণ করেন তাঁরা৷ মুহূর্তের মধ্যেই গোটা বিয়েবাড়িতেই কানাঘুসো হয়ে যায় অভিনব উপহারের কথা৷ এমন অভিনব উপহারের জেরে ভরা বিয়েবাড়িতে ওঠে হাসির রোল৷

Advertisement

[নগ্ন হয়ে ঘর সাফাই! সপ্তাহে ১৬ ঘণ্টা কাজ করে আয় ৫৪ লক্ষ টাকা]

বাজপেয়ীর আমলে ক্রমশই বাড়ছিল পেঁয়াজের দাম৷ বাড়তি পেঁয়াজের দামকে হাতিয়ে করেছিলেন ব্যবসায়ীরা৷ ব্র্যান্ডেড পোশাকের সঙ্গে অফারে দেওয়া হয়েছিল পেঁয়াজ৷ পেঁয়াজের দামের পর এবার পেট্রল-ডিজেল৷ মোদি সরকারের আমলে পেট্রল-ডিজেলের দামে নাভিশ্বাস আমজনতা নাস্তানাবুঁদ হয়েই যে তামিলনাড়ুর ওই ব্যক্তি এমন সিদ্ধান্ত নিয়েছেন তা বলাই বাহুল্য৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ