সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কত কিছু দেখেই অবাক হয়ে যাই আমরা৷ পশুরাও কি অবাক হয়? আচমকা ভাবতেই পারেন এই প্রশ্নের কোনও ভিত্তি নেই৷ তবে সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও দেখলে আপনি বুঝতে পারেন এই প্রশ্নের কারণ৷ আর হলফ করে বলাই যায় প্রশ্নের উত্তর পেয়ে আপনার মন ভাল হতে বাধ্য৷
[ আরও পড়ুন: OMG! দুর্গাপুরে রাতারাতি গায়েব আস্ত একটি নদী!]
জাপানের চিড়িয়াখানার ভাইরাল হওয়া ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে, সিংহের বেশে সাজগোজ করে একজন ঘুরে বেড়াচ্ছে৷ কিছু সময় পরই দেখতে পাবেন একদল লোক জাল নিয়ে ওই সিংহকে ধরতে ব্যস্ত৷ রাস্তার বাধা পেয়ে সিংহর ততক্ষণে মেজাজ সপ্তমে৷ এক ব্যক্তিকে আক্রমণ করে সিংহ৷ তিনি পড়ে গেলেন৷ পরমুহূর্তে দেখা যাচ্ছে একটি গাড়ি ঘিরে ধরেছে সিংহকে৷ গাড়িতে থাকা এক ব্যক্তি সিংহকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি ছোঁড়া হয়৷ ধীরগতিতে তখন ঘটনাস্থল ছাড়ছে গাড়িটি৷ এদিকে, গাড়ি জায়গা পরিবর্তনের সঙ্গে সঙ্গেই দেখা যায় দিব্যি এনক্লোজার থেকে মুখ বের করছে দুটি সিংহ৷ তাতেই পরিষ্কার হয়ে যায় এটি চিড়িয়াখানা ছাড়া কিছুই নয়৷ একথা বোঝার আগেই দেখবেন ভিডিওটি এক্কেবারে ক্লাইম্যাক্স৷ ততক্ষণে রাস্তার মাঝে সিংহের বেশধারী পড়ে গিয়েছে৷ তাকে ঘিরে ধরেছেন অনেকেই৷ জাল নিয়ে চলছে সিংহকে উদ্ধারের পালা৷
[ আরও পড়ুন: OMG! রোগ সারাতে এই পন্থাতেই ভরসা রাখেন চিকিৎসকরা]
কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই গোটা ভিডিওটির মাধ্যমে আদতে কী বোঝানো হল? আসলে জাপানের চিড়িয়াখানার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে সিংহ এনক্লোজার থেকে বেড়িয়ে পড়লে তাকে আবার কীভাবে খাঁচাবন্দি করা যায় সেই পদ্ধতি৷ মাত্র ৫৯ সেকেন্ডের এই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল৷ ভিউয়ার সংখ্যা কয়েক লক্ষ ছাড়িয়েছে৷ তবে সিংহ ধরার পদ্ধতি নিয়ে সকলে এত ভাবছেন, তা ভাবলে কিন্তু আপনিও ভুল করবেন৷ বরং ভিডিওয় ভাল করে দেখুন পশুরাজদের প্রকাশভঙ্গি৷ চোখের সামনে নকল সিংহকে খাঁচাবন্দি হওয়ার পদ্ধতি অবাক চোখে দেখল তারা৷ আর পশুরাজদের প্রকাশভঙ্গি নিয়ে নেটদুনিয়ায় চলছে জোর আলোচনা৷ মানুষের মতো এভাবে পশুরাও যে কথা না বলে, কেবলমাত্র চোখ, মুখের সাহায্যে অনুভূতি প্রকাশ করতে তা যেন অবাক করেছে সকলকেই৷
Tobe Zoo in Aichi conducted a lion escape drill today.
Note the expression on the actual lions faces.
pic.twitter.com/azuJYQhLCw— Spoon & Tamago (@Johnny_suputama) June 22, 2019