ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমে পড়লে মানুষ কি না করে। কখনও কখনও প্রেমিকাকে আকাশের চাঁদটাও উপহার দিতে চায় প্রেমিক মন। ঠিক তেমনটাই হয়েছিল উজেল মার্টিনেজের। তবে চাঁদ নয়, প্রেমিকাকে ভালবেসে তাঁর মাকে নিজের একটা কিডনিই দিয়ে ফেলেছিলেন উজেল! কিন্তু তারপর যা হল….তা সিনেমার গল্পকেও হার মানায়।
জানা গিয়েছে, মেক্সিকোর (Maxico) বাসিন্দা উজেল। পেশায় শিক্ষক তিনি। এক তরুণীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল তাঁর। স্বাভাবিকছন্দেই চলছিল সবটা। কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন উজেলের প্রেমিকার মা। উপায় না পেয়ে সেই সময় তাঁকে নিজের কিডনি (Kidney) দান করেন যুবক। তারপরই আচমকা বদলে যায় উজেল ও তাঁর প্রেমিকার সম্পর্ক। অভিযোগ, ওই তরুণী প্রেমিককে এড়িয়ে যেতে শুরু করেন। কিডনি দেওয়ার এক মাসের মধ্যে উজেলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে সে।
তবে শুধু বিচ্ছেদেই থামেননি তরুণী। বিচ্ছেদের পর একজনকে বিয়েও করে ফেলেছেন। এরপরই নিজের জীবনকাহিনী ভিডিওর মাধ্যমে সকলকে জানান উজেল। ঘটনাটিকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। কেউ কেউ নেটদুনিয়ায় ওই তরুণীকে একহাত নিয়েছেন। কেউ আবার উজেলের প্রতি সমবেদনা জানিয়েছেন। তবে এই বেদনা কাটানো যে সহজ নয়, তাও বলেছেন কেউ কেউ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.