Advertisement
Advertisement
Maharashtra

এলাকা দখলে হিংস্রতা নয়, মহারাষ্ট্রের ব্যাঘ্র উদ্যানে ভালোবাসার আশ্চর্য কাহিনি!

বাঘ সমাজে এমন সহাবস্থান দেখা যায় না, দাবি বন কর্তৃপক্ষের।

Call of the Wild, Maharashtra Tigress grooms mother's cub | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 26, 2023 9:38 pm
  • Updated:November 26, 2023 9:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স বাড়লেও অধিকার ছাড়তে রাজি হন না বৃদ্ধ রাজা। অনেক ক্ষেত্রে নবীনের হাতে খুন হন প্রবীণ। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা প্রচুর। এই যখন মানুষের স্বভাব, তখন ওরা তো পশু! বিশেষত এলাকার দখল এবং সন্তানের বিষয়ে তীব্র সংবেদনশীল বন্যপ্রাণীরা। বাঘও ব্যতিক্রম নয়। তারা ছাড়বে অধিকার? হতে পারে? অথচ তেমন ঘটনার কথাই জানাচ্ছেন মহারাষ্ট্রর (Maharashtra) অন্যতম বৃহত্তম ব্যাঘ্র উদ্যান কর্তৃপক্ষ। ব্যাপারটা ঠিক কী?

এই ঘটনা তাডোবা-আন্ধারি টাইগার রিজার্ভ ফরেস্টের। তিন বছরের বিজলি বাঘেদের সাধারণ নিয়ম ভেঙে মায়ের পেটের ভাই ছোটি তারাকে বড় করে তুলেছে। এই ছোটি তারা এবং মায়া নামের একটি বাঘ আবার নিজেদের মধ্যে শান্তিপূর্ণভাবে এলাকা ভাগ করে নিয়েছে। যদিও স্বাভাবিক নিয়মে মায়ার সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার কথা ছিল ছোটি তারার। বাঘ সমাজের সেই ধারা ভেঙে কার্যত ‘যৌথ পরিবারেট বাস করছে দুপক্ষের ‘হিংস্র’রা।

Advertisement

 

[আরও পড়ুন: প্রেমের প্রস্তাবে ‘না’, রাগে তরুণীকে কুপিয়ে মেরে বিষ খেয়ে আত্মঘাতী যুবক!]

এখানেই শেষ নয়। টাইগার রিজার্ভ ফরেস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ছোটি তারা তার দুই মেয়ে রোমা এবং বিজলিকে জঙ্গলের শাসন ভার তুলে দিয়েছে, যেহেতু তার বয়স বেড়েছে। উল্লেখ্য, ২০২২ সালের শেষে রোমা এবং বিজলি একটি করে সন্তান প্রসব করে। একই সময় তাদের মা ছোটি তারারও একটি সন্তান হয়। বাঘ সমাজের নিয়ম উড়িয়ে সেই শিশুকেও বড় করে তোলে বিজলি। এই সহাবস্থান বাঘেদের মধ্যে দেখা যায় না বলেই দাবি বন কর্তৃপক্ষের। প্রশ্ন উঠছে, এর কারণ কী জঙ্গলের দিন দিন খারাপ অবস্থা। আধুনিক মানুষের অত্যাচারে তথা প্রকৃতির পরিবর্তনে অস্তিত্ব রক্ষার্থেই কি এই তাগিদ?

 

[আরও পড়ুন: অবৈধ কারবারে বাধা, সরকারি আধিকারিককে ট্রাক্টরের চাকায় পিষে মারল বালি মাফিয়া!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement