Advertisement
Advertisement

Breaking News

China

মুখোশে ঢাকা চাকরিপ্রার্থীদের মুখ, অভিনব ইন্টারভিউ চিনা সংস্থায়, কিন্তু কেন? 

সোশ্যালমাধ্যমে ভাইরাল অভিনব ইন্টারভিউর ছবি।

Candidates made to wear fancy 'facemasks' for job interview in China Company | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:February 15, 2023 6:14 pm
  • Updated:February 15, 2023 6:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুন্দর মুখের জয় সর্বত্র! তেমনটা কি চাকরির ইন্টারভিউতেও হওয়া উচিত? কখনই নয়। বরং কর্মপ্রার্থীর যোগ্যতাই হওয়া তো একমাত্র মানদণ্ড। যদিও অনেক ক্ষেত্রে অভিযোগ ওঠে, যোগ্য ব্যক্তির ভাগ্যে শিকে ছেঁড়েনি। বদলে কম যোগ্য কিন্তু সুন্দর চেহারার যুবক বা যুবতী নির্বাচিত হয়েছেন। এমনটা যাতে তাদের সংস্থায় না ঘটে, তার জন্য অভিনব উদ্যোগ নিল এক চিনা কোম্পানি (China Company)। ইন্টারভিউর আগেভাগে চাকরিপ্রার্থীদের মুখোশ পরিয়ে দিল তারা। ওই মুখোশ পরেই হল ইন্টারভিউ। যার পর নির্বাচিন হন যোগ্যরা।

চিনের সিচুয়ান প্রদেশের কোম্পানির নাম চেঙদু পিপড়া লজিস্ট। দক্ষিণ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞাপন দিয়েছিল সংস্থাটি। নির্দিষ্ট দিনে ইন্টারভিউ হয়। সেখানেই অভিনব কাণ্ড ঘটে। ঘটনার ভিডিও করেন জেঙ্গ নামের এক মহিলা। ৩ ফেব্রুয়ারি ভিডিওটি চিনের সোশ্যালমাধ্যমে পোস্ট করেন তিনি। সেখানেই দেখা গিয়েছে, ইন্টারভিউর জন্য চাকরিপ্রার্থীরা বসে আছেন। সকলের মুখে মুখোশ। ফলে তাঁদের মুখ দেখা যাচ্ছে না। মুখোশ পরা অবস্থাতেই ইন্টারভিউ দেন যুবক-যুবতীরা।

Advertisement

[আরও পড়ুন: ‘ভদ্র ভাবে কথা বলুন’, আয়কর কর্তার হম্বিতম্বিতে প্রতিবাদ BBC কর্মীর, ভাইরাল বচসার ভিডিও]

দক্ষিণ চায়না মর্নিং পোস্টের দাবি, চেঙদু পিপড়া লজিস্ট অভিনব ইন্টারভিউর জন্য খ্যাত। এর আগে একটি ইন্টারভিউতে কর্মপ্রার্থীদের দপ্তর সংলগ্ন মাঠে কোদাল কোপাতে বলা হয়েছিল। সংস্থাটি দাবি করে, এর মাধ্যমে বোঝা যাবে হবু কর্মীরা শারীরিক ও মানসিকভাবে কতখানি শক্তিশালী। স্পষ্ট হবে, ভবিষ্যতে তাঁরা কাজের চাপ নিতে কতখানি সক্ষম।

Advertisement

[আরও পড়ুন: সহপাঠীরা হেনস্তা করত, জাতিবিদ্বেষের শিকার হয়েছে! বম্বে IIT পড়ুয়ার মৃত্যুতে দাবি পরিবারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ