সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুহূর্তেই বদলে গেল বিয়ে বাড়ির পরিবেশ। কুলারের সামনে কারা বসবে, এই নিয়েই বিবাদে জড়িয় পড়ল বর ও কনেপক্ষ। দু’তরফ থেকেই চেয়ার ছোড়াছুড়িতে পণ্ড হল বিয়েবাড়ির খাওয়া দাওয়া। এদিকে ঝামেলা সামলাতে ডাকা হল উর্দিধারীদের। গত ২৮ মে উত্তরপ্রদেশের ঝাঁসির ঘটনা। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যা নিয়ে হাসির রোল উঠেছে নেট-নাগরিকদের মধ্যে।
ঝাঁসির নন্দপুরা এলাকায় গত ২৮ মে গণেশি রায়কোয়ারের কন্যা স্বপ্নার সঙ্গে সোনুর বিয়ের আসর বসেছিল। বিয়ের সমস্ত আচার পালন করা চলছিল। বর-কনের পাশেই রাখা ছিল একটি কুলার। সেই কুলারের সামনেই দাঁড়িয়ে পড়েন বরপক্ষের লোকজন। কনেপক্ষের তরফে তাঁদের সরে যেতে অনুরোধ করলেও তাঁরা সরেননি বলে অভিযোগ। এরপরেই দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। হঠাৎই তাঁদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়ে যায়।
उत्तर प्रदेश : जिला झांसी की शादी में कूलर के सामने खड़े होने पर युद्ध। लात–घूंसे, कुर्सियां, टैंट के बर्तन एक–दूसरे पर फेंके गए !! pic.twitter.com/LX7IbsaT5A
— Sachin Gupta (@SachinGuptaUP) May 31, 2025
বরপক্ষের লোকজনের অভিযোগ কনেপক্ষের সঙ্গে স্থানীয়রা যোগ দিয়ে তাঁদের মারধোর করে। এর ফলে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে তাঁরা বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে পালিয়ে যায়। এদিকে এই ঘটনার খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। যদিও ততক্ষণে পরিস্থিতি শান্ত হয়ে গিয়েছে। পরের দিন কনেপক্ষের তরফে বরপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।
কনের ভাই মোহিতের অভিযোগ, “কয়েকজন কুলারের সামনে এসে বসার চেষ্টা করছিল। আমরা তাঁদের সরে যেতে বলেছিলাম। সরে যাওয়ার পরিবর্তে তাঁরা ঝামেলা শুরু করে দেন।” সার্কেল অফিসার রামবীর সিং বলেন, “সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে একটি বিয়েতে মারামারির দৃশ্য দেখা যাচ্ছে। আমাদের কাছে একটি অভিযোগ জমা পড়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.