Advertisement
Advertisement
corona virus

সংক্রমণের ভয়, সন্তানকে বুকে জড়াতে না পেরে কাঁদছেন চিকিৎসক

ভিডিওটি দেখলে চোখ জল আসবে আপনারও।

Doctor breaks into tears after stopping son from hugging him
Published by: Soumya Mukherjee
  • Posted:March 28, 2020 2:13 pm
  • Updated:March 28, 2020 2:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সারা বিশ্ব জুড়ে চেষ্টা চলছে। তারপরও থামছে না মৃত্যু মিছিল। এই অবস্থায় সবথেকে কঠিন লড়াই লড়তে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের। কারণ, প্রতি মুহূর্তেই করোনা (Corona) আক্রান্তদের চিকিৎসার কাজেই লিপ্ত থাকছে হচ্ছে তাঁদের। এর ফলে এই মারণ ভাইরাসের সংক্রমণে এখনও পর্যন্ত বিশ্বজুড়ে অনেক চিকিৎসকের মৃ্ত্যু হয়েছে। তাই নিজের বাড়িতে ফেরার পরেও পরিবারের সদস্যদের থেকে রীতিমতো দূরত্ব বজায় রাখতে দেখা যাচ্ছে তাঁদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়া সৌদি আরবের একটি ভিডিও দেখে চোখে জল চলে এসেছে সবার।

শাভান নামে এক টুইটারাট্টির পোস্ট করা ৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন চিকিৎসককে বাড়িতে ঢুকতে দেখে একছুটে তাঁকে জড়িয়ে ধরবে বলে পৌঁছে গিয়েছে ছোট্ট শিশুপুত্র। কিন্তু, তাকে কাছে আসতে বারণ করে মাথা নিচু করে বসে কাঁদছেন ওই চিকিৎসক। ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর ছোট্ট শিশুপুত্রকে জড়িয়ে ধরতে বারণ করছেন সৌদির এক চিকিৎসক। তাঁর থেকে দূরত্ব বজায় রাখতে বলছেন। তারপর কান্নায় ভেঙে পড়ছেন। আমাদের এই বীরদের স্যালুট জানাই।’

[আরও পড়ুন: বাজার করতে গিয়ে কেশেছিলেন মহিলা, ২৬ লক্ষ টাকার সবজি ফেলে দিল কর্তৃপক্ষ! ]

 

গত জানুয়ারি মাসে একই ধরনের একটি ভিডিওতে চিনের ইউহান শহরের এক নার্সকে তাঁর নবছরের মেয়েকে উড়ন্ত আলিঙ্গন করতে দেখা যায়। চেং শিওয়েন নামে ওই নাবালিকা কন্যাকে সংক্রমণের হাত থেকে বাঁচাতে লিউ হাইয়ান নামে ওই নার্স বলেছিলেন, ‘মা আমরা এখন একটা দৈত্যের সঙ্গে লড়াই করছি। এই লড়াইয়ে জয়ী হওয়ার পরেই তোমাদের মাঝে ফিরব।’

[আরও পড়ুন: মৃত্যুকে উপেক্ষা করে গাইছেন জীবনের জয়গান, ভাইরাল রাজস্থানের চিকিৎসকদের ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ