Advertisement
Advertisement

চুলের ক্লিপে শালীনতার বার্তা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

ব্যাপারটা কী?

Here is the truth behind eve teasing preventive hair clip
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 25, 2018 12:02 pm
  • Updated:July 25, 2018 12:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিজিটালের যুগ। ভাইরালের রমরমা। কেবলমাত্র একটি টপিকের প্রয়োজন। চোখের পলকে ভারচুয়াল জগতে তা ছড়িয়ে পড়তে সময় লাগে না। ছবি হোক বা ভিডিও, মুহূর্তে তা হয়ে যায় চর্চার বিষয়। ছড়িয়ে পড়ে গুজব। ফেসবুক, হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে বার্তা। নজরদারি রয়েছে, থাকবেও। কিন্তু ভাইরাল হওয়া কি তাতে আটকাবে? বোধহয় না। কারণ এমন খবর গ্রিসের দাবানলের মতোই ভয়ংকর। চোখের পলক ফেলতে না ফেলতেই ছড়িয়ে পড়ে। এমনই একটি গুজব সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে ঘুরে বেড়াচ্ছে। কী তা? একটি চুলের ক্লিপ। হ্যাঁ, একটি চুলের ক্লিপই এখন নেটিজেনদের প্রধান আলোচ্য বিষয়।

[শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ দেখা যাবে শুক্রবার, কতক্ষণ স্থায়ী হবে জানেন?]

Advertisement

শোনা যাচ্ছে, মহিলাদের খোঁপায় লাগানোর জন্য নাকি একটি বিশেষ ক্লিপ তৈরি করা হয়েছে। এই ক্লিপই তাঁদের অযাচিত পুরুষ স্পর্শ থেকে বাঁচাবে। ট্রাম, বাস, ট্রেন, মেট্রোয় এমন স্পর্শ মেয়েদের সহ্য করতে হয়। অনেক সময় ভিড়ের দোহাই দিয়ে অশালীন আচরণে উদ্যত হয় কিছু মানুষ। কিছু বললেই ভিড়ের অজুহাত দেওয়া হয়। এমনটা আর হবে না। কারণ, বিশেষ এই ক্লিপেই লেখা রয়েছে- ‘গা ঘেঁষে দাড়াবেন না’। এই বার্তাই পুরুষদের বিবেককে সচেতন করবে বলে দাবি করা হয়েছে ভাইরাল বার্তায়।

Advertisement

শোনা গিয়েছে, অনেকেই নাকি শহরের বিভিন্ন দোকানে এমন ক্লিপের খোঁজ করছেন। কিন্তু ভারচুয়াল জগতের বস্তুর দেখা তো অ্যাকচুয়াল জগতে মিলবে না। হ্যাঁ, জানা গিয়েছে, ক্লিপের ঘটনাটি পুরোটাই কল্পনার ফসল। বাস্তব জীবনে এমন কোনও ক্লিপের অস্তিত্ব নেই। যদিও অনেকের মতে, এমন ক্লিপ বাস্তবে হলে মোটেও মন্দ হত না। ভাল মানুষের মুখোশ নিয়ে অনেকেই রাস্তায় ঘুরে বেড়ায়। তাঁদের যদি আগে থেকেই সতর্ক করে দেওয়া যায়। তাহলে ক্ষতি তো কিছু নেই। ভাইরাল এই পোস্ট যাঁরই মস্তিষ্কপ্রসূত হোক না কেন, তাঁর একটু হলেও প্রশংসা প্রাপ্য।

[রেকর্ডের নেশা! বুকের উপর রেখে এক মিনিটে ২৬টি তরমুজ কেটে চমক বৃদ্ধর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ