BREAKING NEWS

০৯ জ্যৈষ্ঠ  ১৪২৯  বুধবার ২৫ মে ২০২২ 

READ IN APP

Advertisement

Advertisement

ভারী ব্যাগের জন্য বাড়তি খরচে ‘না’, একসঙ্গে ১৫টি জামা পরে বিমানবন্দরে যাত্রী

Published by: Sayani Sen |    Posted: July 10, 2019 7:55 pm|    Updated: July 10, 2019 7:55 pm

Man wears 15 shirts to not pay excess baggage fine on flight

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেড়াতে যাওয়ার সময় ব্যাগে অতিরিক্ত জামাকাপড় নিয়ে যাওয়ার অভ্যাস থাকে অনেকেরই৷ ব্যাগের ওজনের কথা মাথায় রাখেন না তাঁরা৷ কিন্তু অতিরিক্ত ওজনের ব্যাগ নিয়ে বিমানে যাতায়াত করবেন আর বাড়তি খরচ হবে না, তা তো হতে পারে না৷ কিন্তু নাহ, বিমানবন্দর কর্তৃপক্ষের নিয়ম মানতে নারাজ এক যাত্রী৷ ব্যাগের বাড়তি ওজন কমাতে এক যাত্রী যা করলেন, সেই ভাইরাল ভিডিওই এখন নেটিজেনদের হাসির খোরাক৷

[ আরও পড়ুন: মাছ বাজারে গিয়ে দর কষাকষি কাকের! ভাইরাল ভিডিও]

যাত্রী জন ইরভিনের EASYJET নামে এক সংস্থার বিমানে চড়ে এডিনবার্গ যাওয়ার কথা ছিল৷ তাই গ্লাসগো বিমানবন্দরে এসেছিলেন তিনি৷ বিমানে চাপার আগেই বিপত্তি৷ নিরাপত্তাকর্মীরা সাফ জানিয়ে দেন, ইরভিনের ৮ কিলো ওজনের ব্যাগ নেওয়ার অনুমতি রয়েছে৷ কিন্তু তাঁর ব্যাগের ওজন নির্ধারিত সীমার তুলনায় অনেকটাই বেশি৷ তাই গাঁটের কড়ি খরচ করে দিতে হবে বাড়তি টাকা৷ তবে ইরভিনও মোটেই এক কথায় অতিরিক্ত টাকা খরচের পাত্র নন৷ বেশি খরচের কথা শুনে রীতিমতো রেগে যান তিনি৷

[ আরও পড়ুন: গেটে ঝুলছে দৈত্যাকৃতি সরীসৃপ! বাড়ি ঢুকতে গিয়ে আঁতকে উঠলেন মালিক]

আচমকা বিমানবন্দরেই নিজের ব্যাগ খুলে ফেলেন ক্ষুব্ধ ইরভিন৷ টেনে হিঁচড়ে একের পর এক জামা বের করতে থাকেন৷ প্রথমে বেশ রাগ রাগ মুখ করে গায়ে একের পর এক জামা পরতে শুরু করেন৷ ১৩টি জামা পরার পর মেজাজ বদলে যায়৷ হেসে ফেলেন ইরভিন৷ এভাবে ব্যাগের ওজন কমাতে ১৫টি জামা পরে ফেলেন তিনি৷ ইরভিনের কাণ্ড দেখতে ততক্ষণে বিমানবন্দরে বেশ ভিড় জমে গিয়েছে৷ অন্যান্য যাত্রী এবং বিমানকর্মীরা তাজ্জব হয়ে যান৷ জন ইরভিনই ভিডিও টুইট করেন৷ ইন্টারনেটের দ্রুততার দৌলতে তা ভাইরাল হতে বিশেষ সময় নেয়নি৷ জরিমানার পরিবর্তে ব্যাগের ওজন কমানোর জন্য ইরভিনের এমন উদ্যোগে হেসে খুন নেটিজেনরা৷

[ আরও পড়ুন: ৩ বছরেই চড়াই-উতরাই ভেঙে সর্বকনিষ্ঠ ‘হাইকার’ কাশ্মীরি খুদে]

তবে এই প্রথমবার নয়, এর আগে ম্যানচেস্টারের ৩০ বছর বয়সি নাতালি ওয়েইন অতিরিক্ত ব্যাগের ভাড়া না দেওয়ার জন্য সাতটি জামা এবং দুটি শর্টস পরে নিয়েছিলেন৷ তিনিও ভাইরাল হয়ে গিয়েছিলেন নিমেষেই৷ ওই ঘটনার প্রসঙ্গ টেনে অনেকেই বলছেন নাতালির দেখানো পথে নাকি হাঁটলেন ইরভিন৷

 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে