Advertisement
Advertisement
Tata Tech

বাজার মাত করল টাটা টেক, লগ্নিকারীদের মুখে চওড়া হাসি

IPO মূল্যের ১৪০ গুণ দাম বাড়ল শেয়ারের।

Tata Tech lists at 140% premium over IPO price | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 30, 2023 11:34 am
  • Updated:November 30, 2023 12:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাটা টেকনোলজিসের (Tata Technologies) লগ্নিকারীদের মুখে চওড়া হাসি। লক্ষ্মীবারেই হল লক্ষ্মীলাভ। IPO মূল্যের ১৪০ গুণ দাম বেড়েছে টাটার শেয়ারের। এর ফলেই শেয়ার বাজারে (Share Market) লগ্নিকারীদের মধ্যে খুশির হাওয়া।

বৃহস্পতিবার দুর্দান্ত রিটার্ন দিয়ে শেয়ার বাজারে লিস্টেড হল টাটার শেয়ার। ১৪০ শতাংশ লাভ নিয়ে শেয়ার বাজারে শুরুটা দুর্দান্ত করল টাটা টেকনোলজিস। সকাল ১০ টা নাগাদ ওই সংস্থার শেয়ার NSE-তে ১২০০ টাকা ও BSE -তে ১১৯৯.৯৫ টাকাতে ট্রেড করছে বলে জানা গিয়েছে। অতএব, হিসেব বলছে প্রতি শেয়ারে মাত্র ৬ দিনে প্রায় ৭০০ টাকা লাভ করলেন বিনিয়োগকারীরা।

Advertisement

 

[আরও পড়ুন: জামিন পেয়েও হল না জেলমুক্তি, ফের ‘গ্রেপ্তার’ কল্যাণময় গঙ্গোপাধ্যায়]

ন্যূনতম ৩০টি শেয়ারে বিনিয়োগ করায় নিট ২১,০০০ টাকার লাভ পেলেন টাটা টেক- এর ভাগ্যবান লগ্নিকারীরা। বিশেষজ্ঞদের আশা করেছিলেন, লিস্টিংয়ে টাটা টেকনোলজিসের শেয়ারের দাম হতে চলেছে ৫০০- ৯০০ টাকার মধ্যে। কিন্তু সেই প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে শেয়ারের লিস্টিং দর। ফলে এই মুহূর্তে টাটা টেকের বিনিয়োগকারীদের মনে খুশির হাওয়া। বড় আর্থিক প্রাপ্তি হয়েছে তাঁদের। স্বভাবতই খুশি টাটা গোষ্ঠীর সংস্থাটির কর্তারাও। 

 

[আরও পড়ুন: তৃণমূল বিধায়ক ও ২ কাউন্সিলরের বাড়িতে CBI, শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে জোর তল্লাশি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement