Advertisement
Advertisement
Swami Vivekananda

রং-তুলিতে বিবেক জয়ন্তী উদযাপন, ৯৫ পল্লিতে বসে আঁকো প্রতিযোগিতায় মাতল ৫০০ খুদে

আঁকা প্রতিযোগিতায় অংশ নিয়ে খুশি খুদেরা।

স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মদিবস উপলক্ষে যোধপুর পার্ক উৎসবের পক্ষে সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন।

৯৫ পল্লি ক্লাবের পুজো প্রাঙ্গনে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আঁকা প্রতিযোগিতার বিচারক ছিলেন স্বনামধন্য শিল্পী সুশান্ত শিবানী পাল। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯৫ পল্লি ক্লাবের চেয়ারম্যান তথা বিধায়ক দেবাশিস কুমার,মেয়র পারিষদ অসীম বসু এবং ক্লাব সভাপতি বিজয় দত্ত।

ওই প্রতিযোগিতায় অংশ নেয় অন্তত ৫০০ খুদে। ৪টি বিভাগে ভাগ করা হয় প্রতিযোগীদের। এবার অবশ্য কোনও বয়সের বাধানিষেধ ছিল না। যে কোনও বয়সের ইচ্ছুক খুদেরাই অংশ নিতে পারে আঁকা প্রতিযোগিতায়।

প্রত্যেক গ্রুপের জন্য প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানের পুরস্কার দেওয়ার কথা ছিল। চ্যাম্পিয়নস অফ চ্যাম্পিয়ন হিসাবে বিশেষ পুরস্কারও দেওয়া হয়।

আঁকা প্রতিযোগিতায় অংশ নিয়ে খুশি খুদেরা।