Advertisement
Advertisement

Breaking News

Mouni Roy

চাবুক ফিগারে রঙিন বিকিনি, মৌনী নাকি জলপরী?

মাখন শরীর থেকে চুঁইয়ে পড়ছে গ্ল্যামার। দেখুন নায়িকার 'বিকিনি ম্যাজিক'।

বৃহস্পতিবার ৩৮ বছরে পা দিলেন বলিউডের বঙ্গকন্যা। কোচবিহার থেকে তাঁর মুম্বই জার্নি অনুরাগীদের সবসময়ে অনুপ্রেরণা জুগিয়েছে।

আর সেই প্রেক্ষিতেই মৌনীর কয়েকটি সেরা বিকিনি লুক দেখা নেওয়া যাক।

ফের নেটদুনিয়ায় ঝড় তুললেন মৌনী রায়।

ইনস্টাগ্রামে মৌনীর ছবি দেখে চিরকালই পুরষহৃদয়ে হিল্লোল ওঠে।

মৌনীর শরীরী আবেদনে সবসময়ে কাত নেটিজেনরা। তা সে বিকিনি হোক কিংবা শাড়ি।

মৌনী সবসময়েই 'হট'। ২৭ সেপ্টেম্বর ছিল নায়িকার জন্মদিন।

বয়স চল্লিশ ছুঁইছুঁই...! তবে শরীরী গড়ন দেখলে বোঝা দায়।

কখনও সমুদ্রসৈকতে বেড়াতে গিয়েছেন মৌনী। সেখানে বিকিনি পরে ঘুরে সূর্যস্নান করেছেন।

আবার কখনও বা বন্ধুদের সঙ্গে ভিটামিন সি-এর খোঁজে দেখা গিয়েছে মৌনীকে।