Advertisement
Advertisement

Breaking News

Poulomi Das

লেকের ধারে পৌলমীর গায়ে হলুদ পর্ব, মালাবদল আজ রাতে, দেখুন অ্যালবাম

হলুদ শাড়ির সঙ্গে হলুদ গয়না ও ফুলের মালা পরে গায়ে হলুদ সেরেছেন অভিনেত্রী।

সন্ধ্যায় সেজে উঠবে অভিনেত্রী পৌলমী দাসের বিয়ে বাড়ি। সুন্দর করে সাজানো ছাদনাতলায় ঋদ্ধিমানের গলায় মালা দেবেন তিনি। আর সেই বিয়ের অনুষ্ঠান শুরু গায়ে হলুদের পর্ব থেকেই। Photo: Birdlens Creation

শুক্রবার দুপুর গড়াতেই সায়েন্স সিটির পাশে অর্কিডে জমজমাট অনুষ্ঠানে হয়ে গেল পৌলমীর গায়ে হলুদ। একেবারে সিনেমার মতো স্টাইলেই গায়ে হলুদ সারলেন মিত্তির বাড়ি ধারাবাহিকের অভিনেত্রী পৌলমী। Photo: Birdlens Creation

পাত্র ঋদ্ধিমান মজুমদারের সঙ্গে বিনোদন দুনিয়াক কোনও যোগ নেই। পাত্র পেশায় ব্যবসায়ী। তথ্যপ্রযুক্তির চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করেছেন তিনি। Photo: Birdlens Creation

হলুদ শাড়ির সঙ্গে হলুদ গয়না ও ফুলের মালা পরে গায়ে হলুদ সেরেছেন অভিনেত্রী। Photo: Birdlens Creation

পৌলমীর মা-বাবাই পাত্র-পাত্রী সংক্রান্ত ওয়েবসাইটে বিজ্ঞাপন দেন। সেখান থেকেই পাত্র ঋদ্ধিমানের সঙ্গে আলাপ পৌলমীর। Photo: Birdlens Creation