সন্ধ্যায় সেজে উঠবে অভিনেত্রী পৌলমী দাসের বিয়ে বাড়ি। সুন্দর করে সাজানো ছাদনাতলায় ঋদ্ধিমানের গলায় মালা দেবেন তিনি। আর সেই বিয়ের অনুষ্ঠান শুরু গায়ে হলুদের পর্ব থেকেই। Photo: Birdlens Creation
শুক্রবার দুপুর গড়াতেই সায়েন্স সিটির পাশে অর্কিডে জমজমাট অনুষ্ঠানে হয়ে গেল পৌলমীর গায়ে হলুদ। একেবারে সিনেমার মতো স্টাইলেই গায়ে হলুদ সারলেন মিত্তির বাড়ি ধারাবাহিকের অভিনেত্রী পৌলমী। Photo: Birdlens Creation
পাত্র ঋদ্ধিমান মজুমদারের সঙ্গে বিনোদন দুনিয়াক কোনও যোগ নেই। পাত্র পেশায় ব্যবসায়ী। তথ্যপ্রযুক্তির চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করেছেন তিনি। Photo: Birdlens Creation
হলুদ শাড়ির সঙ্গে হলুদ গয়না ও ফুলের মালা পরে গায়ে হলুদ সেরেছেন অভিনেত্রী। Photo: Birdlens Creation
পৌলমীর মা-বাবাই পাত্র-পাত্রী সংক্রান্ত ওয়েবসাইটে বিজ্ঞাপন দেন। সেখান থেকেই পাত্র ঋদ্ধিমানের সঙ্গে আলাপ পৌলমীর। Photo: Birdlens Creation
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.