শুক্রবার জাঁকজমক বিবাহ আসরে সাত পাকে বাঁধা পড়লেন টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী পৌলমী দাস। লাল টুকটুকে বেনারসিতে কনের সাজে নজর কাড়লেন পৌলমী। Photo: Birdlens Creation
পাত্র ঋদ্ধিমান মজুমদারের সঙ্গে বিনোদন দুনিয়ার কোনও যোগ নেই। পাত্র পেশায় ব্যবসায়ী। তথ্যপ্রযুক্তির চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করেছেন তিনি। Photo: Birdlens Creation
পৌলমীর মা-বাবাই পাত্র-পাত্রী সংক্রান্ত ওয়েবসাইটে বিজ্ঞাপন দেন। সেখান থেকেই পাত্র ঋদ্ধিমানের সঙ্গে আলাপ পৌলমীর।
বিয়ে নিয়ে পৌলমী সংবাদ মাধ্যমে বলেন, ''আমার সত্যিই খুব আনন্দ হচ্ছে। নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। মনের মধ্যে নানা রকমের আবেগ খেলে বেড়াচ্ছে। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। এত দিন এই বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থেকেছি। কাল থেকে আর রোজ এই বাড়িতে থাকা হবে না।''
পৌলমীর বিয়েতে এসেছিলেন আদৃত, সৌরভ , দর্শনা বণিকের মতো জনপ্রিয় টলি সেলেবরা।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.