Advertisement
Advertisement
Rii aka Rituparna Sen

উন্মুক্ত শরীরে আলো-ছায়ার খেলা, বোল্ড ‘ঋ’ ছ্যাঁকা দিচ্ছেন সোশাল মিডিয়ায়

অভিনেত্রীর এই ছবিগুলো না দেখলেই মিস!

১৫ বছরেরও বেশি সময় ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে ঋ। পুরো নাম- ঋতুপর্ণা সেন। তবে ঋ নামেই বেশি জনপ্রিয় তিনি। 'হাউ মাউ খাউ' রিয়ালিটি শো দিয়েই তুমুল জনপ্রিয়তা পান ঋ। মীর আফসার আলির সঙ্গে ঋতুপর্ণার সঞ্চালনা বেশ মন কেড়েছিল দর্শকদের।

একাধিক সিরিয়ালেও দেখা গিয়েছে তাঁকে। ছোটপর্দার পরিচিত মুখ হওয়ার পাশাপাশি কিউ পরিচালিত 'গান্ডু', 'তাসের দেশ', 'লুডো'র মতো ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে ঋ-কে।

ঋ-এর চাবুক ফিগারের অন্ধভক্ত পুরুষমহলে অনেকেই। লাস্যময়ী আবেদনে প্রথম সারির নায়িকাদেরও টেক্কা দেন তিনি! খুব নিয়ম করেই জীবনযাপন করেন ঋতুপর্ণা। সকালে খালি পেটে কাঁচা হলুদ খান। তারপর নিমপাতা। এখানেই শেষ নয়!

প্রাতঃরাশে এককোয়া রসুন এবং ডাবের জল মাস্ট! এমন শারীরিক গড়ন পেতে যে কঠিন সাধ্যসাধনার পাশাপাশি খাওয়া-দাওয়াতেও লাগাম টানতে হয়, তা বেশ বোঝা যাচ্ছে।

এছাড়াও ঋ-এর রোজকার খাদ্যতালিকায় দুটো খেজুর, ডিম সেদ্ধ, কফি থাকে। শুটিংয়ে ফাঁকে অল্প করে মেপে খান অভিনেত্রী।