বাবা সইফ আলি খান, মা অমৃতা সিং। আবার ঠাকুমা শর্মিলা ঠাকুর। ছয়ের দশকে যিনি বিকিনি পরে সাড়া ফেলে দিয়েছিলেন। সেই মেজাজ তো সারা আলি খানেরও থাকবে।
সারার কালেকশন যে রকমারি বিকিনিতে ভরপুর তা এই ছবি গুলো দেখেই বোঝা যায়।
এমনিতে পাপারাজ্জি দেখলেই নমস্কার করেন সারা। তাতেই পেয়েছেন সংস্কারি তকমা। তবে বিকিনি পরা নিয়ে নবাবকন্যার কোনও ছুঁৎমার্গ নেই।
এক সময় ৯০ কেজির বেশি ওজন ছিল সারার। কিন্তু গ্ল্যামার দুনিয়ার প্রবেশের আগে সেই ওজন কমিয়ে সকলকে চমকে দেন সইফের আদরের মেয়ে।
এখন সারার প্রায় নিখুঁত শরীর। আর তা ক্যামেরার সামনে মেলে ধরতে কখনও দ্বিধা বোধ করেন না অভিনেত্রী।
বেড়াতে ভালোবাসেন সারা। যখনই সুযোগ পান ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন। আর জলের কাছে গেলেই হয়ে যান 'বিকিনি বেব'।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.