Advertisement
Advertisement
Alia Bhatt

আয়নার সামনে আলিয়া ভাটের ‘সেলফি ম্যাজিক’, না দেখলেই মিস

'মিরর মিরর...', এমনই যেন ভাব বলিউডের 'গাঙ্গুবাঈ'-এর।

'মিরর মিরর...', এমন ভাব আলিয়া ভাটের। আয়না সামনে পেলেই সেলফি তুলে নেন অভিনেত্রী। সেই সমস্ত ছবিই শেয়ার করলেন সোশাল মিডিয়ায়।

শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন আলিয়া। নিজের অভিনয়ের জোরেই এখন তিনি বলিউডের 'গাঙ্গুবাঈ'।

২০২২ সাল থেকেই আলিয়ার বৃহস্পতি ছিল তুঙ্গে। রণবীর কাপুরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। মিষ্টি রাহার মা হয়েছেন। জাতীয় পুরস্কার পেয়েছেন। আবার হলিউডেও ডেবিউ করেছেন।

নতুন বছরের শুরুটা হালকা মেজাজেই করেছেন আলিয়া। রণবীর ও রাহার সঙ্গে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানেও তুলেছেন সেলফি।

অবসরের মাঝে শরীরচর্চা করতে ভোলেন না আলিয়া। তার ফাঁকেও তুলে নেন ছবি।

আগামীতে 'জিগরা' ছবিতে দেখা যাবে আলিয়াকে। এই ছবির প্রযোজনতাও অংশীদার তিনি। পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন ভাসান বালা। ছবি: ইনস্টাগ্রাম।