সঞ্জয় লীলা বনশালি ডাকবেন আর 'গাঙ্গুবাই' আলিয়া যাবেন না তা কেমন করে হয়? সুন্দর শাড়িতে সেজে পরিচালকের বাড়িতে হাজির হয়েছিলেন আলিয়া ভাট।
বনশালির সহকারী পরিচালক হিসেবেই কেরিয়ার শুরু করেছিলেন। সেই রণবীর এবার পরিচালকের 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিতে অন্যতম নায়ক। ফলে পার্টি তো তাঁরও।
'লাভ অ্যান্ড ওয়ার' সিনেমায় আলিয়া-রণবীরের পাশাপাশি মুখ্য চরিত্রে অভিনয় করছে ভিকি কৌশলও। পার্টিতে ঢোকার আগে হাসি মুখেই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তারকা।
পার্টি শেষে বেরিয়ে যাওয়ার মুহূর্তে ক্যাটরিনার প্রাক্তন রণবীরকে জড়িয়ে ধরেন ভিকি। আলিয়া ও বনশালি ছিলেন সেই মুহূর্তের সাক্ষী।
রণবীর-আলিয়া-ভিকি ছাড়াও বনশালির ৬১তম জন্মদিনে আমন্ত্রিত ছিলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়।
সঞ্জয় লীলা বনশালির পরিচালনায় 'হীরা মান্ডি'তে অভিনয় করেছেন রিচা চাড্ডা। স্বামী আলি ফজলের সঙ্গে এসেছিলেন তিনি।
'হীরা মান্ডি'র অন্যতম চরিত্র অদিতি রাও হায়দরি। নো মেকআপ লোকে দেখা যায় তাঁকে।
বনশালির পার্টিতে এসেছিলেন অভিনেত্রী সানজিদা শেখও। অভিনেত্রীকেও দেখা যাবে 'হীরা মান্ডি'তে।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.