Advertisement
Advertisement
Rakul Jackky's Wedding Album

ঠিক যেন রূপকথা! দেখুন রাকুলপ্রীত-জ্যাকির বিয়ের রঙিন ফটো অ্যালবাম

মুম্বইতে ফিরেই সাংবাদিকদের মিষ্টি বিলি তারকাদম্পতির।

তিন বছরের প্রেমের শুভ পরিণয়। ২১ ফেব্রুয়ারি গোয়ায় তারকাখচিত অনুষ্ঠানে বলিউড প্রযোজক তথা অভিনেতা জ্যাকি ভাগনানিকে বিয়ে করলেন রাকুলপ্রীত সিং।

তরুণ তাহিলিয়ানির ডিজাইন করা গোলাপি পোশাকে বিয়ের দিন সেজেছিলেন অভিনেত্রী। জ্যাকি ভাগনানিও তাই। আনন্দ করজ অনুষ্ঠানের জন্য দুধ সাদা লেহেঙ্গা আর পাঞ্জাবিতে সেজেছিলেন রাকুলপ্রীত-জ্যাকি।

প্রযোজক-অভিনেত্রীর বিয়ে যখন, তখন ফিল্মি কেত তো থাকবেই। রাকুলপ্রীত-জ্যাকির ক্ষেত্রেও তার অন্যথা হল না।

বন্ধু-পরিবারকে সাক্ষী রেখে পড়ন্ত বিকেলের নরম রোদে এক হল চারহাত। বলিউডি গানের তালে নেচেই বিয়ের আসর পর্যন্ত যান রাকুলপ্রীত।

বিয়ে করে শুক্রবারই মুম্বইতে ফিরেছেন সদ্য বিবাহিত তারকাদম্পতি। সাংবাদিকদের মিষ্টিও বিলি করেছেন রাকুলপ্রীত-জ্যাকি।

শুক্রবার রাকুলপ্রীত-জ্যাকি ভাগনানির ফিল্মি বিয়ের ভিডিও প্রকাশ্যে এসেছে। আর শনিবার বিয়ের বেশ কিছু অদেখা ছবি শেয়ার করেছেন তারকাদম্পতি।

গোয়ার সমুদ্র সৈকতে ঠিক যেন স্বপ্নের বিয়ে। প্যাস্টেল শেডের থিমেই সেজে উঠেছিল রাকুলপ্রীত-জ্যাকির বিয়ের আসর।

রাকুলপ্রীত-জ্যাকির বিয়ের অনুষ্ঠানে গোয়ায় গিয়েছিলেন অনন্যা পাণ্ডে, আদিত্যা রায় কাপুর, অন্তঃসত্ত্বা স্ত্রী নতাশা দালালকে নিয়ে বরুণ ধাওয়ান, শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রা, ভূমি পেড়নেকর থেকে অক্ষয় কুমার, টাইগার শ্রফরা।

আইটিসি গ্র্যান্ড সাউথ গোয়াতে বসেছিল জমকালো বিয়ের আসর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্যই বিদেশে ডেস্টিনেশন ওয়েডিংয়ের প্ল্যান বাতিল করে গোয়াতেই সাত পাক ঘোরেন বলিউডের তারকাজুটি। খোদ প্রধানমন্ত্রীও শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের। (ছবি : ইনস্টাগ্রাম)