সবে ফাগুন মাস। গরম আসতে এখনও কয়েকটা দিন বাকি। কিন্তু মাসাবা গুপ্তর আর তর সইছে না। নিজের সুইমসুট কালেকশন ঝালিয়ে নিচ্ছেন তিনি।
কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডস ও অভিনেত্রী নীনা গুপ্তার মেয়ে মাসাবা। মুম্বইয়ে ডিজাইনার হিসেবে খ্যাতি রয়েছে তাঁর।
বলিউড তারকাদের জন্য পোশাক তৈরির পাশাপাশি অভিনয়ও শুরু করে দিয়েছেন মাসাবা। 'মাসাবা মাসাবা' ওয়েব সিরিজের জন্য পেয়েছেন প্রশংসা।
সিঙ্গল মাদার হিসেবে মাসাবাকে বড় করেছেন নীনা গুপ্তা। ২০ বছর বয়সে প্রথমবার বাবার সঙ্গে যোগাযোগ করেন মাসাবা। তবে এখন তিনজনকে হাসিমুখেই এক ফ্রেমে দেখা যায়।
২০১৫ সালে প্রযোজক মধু মন্টানাকে বিয়ে করেন মাসাবা। ২০১৯ সালে তাঁদের ডিভোর্স হয়।
২০২৩ সালে 'মাসাবা মাসাবা' ওয়েব সিরিজের সহ-অভিনেতা সত্যদীপ মিশ্রকে বিয়ে করেন অভিনেত্রী তথা ফ্যাশন ডিজাইনার।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.