চৈত্রের তীব্র দাবদাহে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। আগুন গরমে পুড়ছে শহর কলকাতাও। নাজেহাল আলিপুর চিড়িয়াখানার আবাসিকরা। ছবি: প্রবীর বন্দ্যোপাধ্যায়।
রবিবার কলকাতার গড় তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অসয্য গরম থেকে বাঁচতে জলে নামতে দেখা গেল বাঘ বাবাজিকে। ছবি: প্রবীর বন্দ্যোপাধ্যায়।
পশুদের ডিহাইড্রেশন থেকে বাঁচাতে জলের ব্যবহারে কার্পণ্য করছে না চিড়িয়াখানা কর্তৃপক্ষ। নিরামিষভোজীদের দেওয়া হচ্ছে প্রচুর তরমুজ ও শসা। ছবি: প্রবীর বন্দ্যোপাধ্যায়।
আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই, বরং চৈত্র সংক্রান্তি ও বাংলা বর্ষবরণে চরম তাপপ্রবাহের আশঙ্কা। কঠিন কথা জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।
এদিকে তীব্র গরমের মধ্যেও জমজমাট নিউ মার্কেট, গড়িয়াহাট এবং হাতিবাগান বাজার। চলছে আসন্ন ইদ এবং পয়লা বৈশাখের কেনাকাটা। ছবি: শুভাশিস রায়।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.