Advertisement
Advertisement

Breaking News

Alipore Zoo

জলেই পরিত্রাণের খোঁজ বাঘ বাবাজির! চৈত্রের দাবদাহে নাজেহাল চিড়িয়াখানার আবাসিকরা

পশুদের ডিহাইড্রেশন থেকে বাঁচাতে ব্যবস্থা নিচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

চৈত্রের তীব্র দাবদাহে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। আগুন গরমে পুড়ছে শহর কলকাতাও। নাজেহাল আলিপুর চিড়িয়াখানার আবাসিকরা। ছবি: প্রবীর বন্দ্যোপাধ্যায়।

রবিবার কলকাতার গড় তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অসয্য গরম থেকে বাঁচতে জলে নামতে দেখা গেল বাঘ বাবাজিকে। ছবি: প্রবীর বন্দ্যোপাধ্যায়।

পশুদের ডিহাইড্রেশন থেকে বাঁচাতে জলের ব্যবহারে কার্পণ্য করছে না চিড়িয়াখানা কর্তৃপক্ষ। নিরামিষভোজীদের দেওয়া হচ্ছে প্রচুর তরমুজ ও শসা। ছবি: প্রবীর বন্দ্যোপাধ্যায়।

আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই, বরং চৈত্র সংক্রান্তি ও বাংলা বর্ষবরণে চরম তাপপ্রবাহের আশঙ্কা। কঠিন কথা জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

এদিকে তীব্র গরমের মধ্যেও জমজমাট নিউ মার্কেট, গড়িয়াহাট এবং হাতিবাগান বাজার। চলছে আসন্ন ইদ এবং পয়লা বৈশাখের কেনাকাটা। ছবি: শুভাশিস রায়।