ফেসবুকে একঝাঁক ছবি পোস্ট করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। উপলক্ষ্য শোভন চট্টোপাধ্যায়ের জন্মদিন। প্রতিবারের মতো রং মিলিয়ে গোলাপি পোশাক পরলেন। সঙ্গে একরাশ ভালবাসা।
বৈশাখীর পোস্ট করা ছবি দেখে যেন মনে পড়ে যায় এক বাংলা সিনেমার গান, 'জন্মদিনে কী আর দেব...' ভালবাসাই হয়ে উঠল শোভন-বৈশাখীর সবচেয়ে প্রিয় উপহার।
শুধু ছবি নয়, ছবির সঙ্গে শোভনের উদ্দেশে ভালবাসার বার্তাও দিলেন বৈশাখী। লিখলেন, সত্যিকারের ভালবাসার কোনও শেষ হয় না।
শুধু ফেসবুকে নয়, আদর করে কেকের মধ্যে লিখলেন, শুভ জন্মদিন দুষ্টু।
বিভিন্ন সংবাদমাধ্যমের অনুষ্ঠানে অংশ নিয়ে সবার সামনে এনেছিলেন তাঁদের প্রেম। ভিক্টোরিয়ার চারপাশে ঘোড়ার গাড়ি চেপে গান গেয়েছেন। প্রিন্সেপ ঘাটে হাতে হাত ধরে নেচেছেন। শুধু তাই নয়, একবার পুজোয় দশমীতে মা দুর্গাকে সাক্ষী রেখে শোভনের হাতে সিঁথিতে সিঁদুর পরেছেন বৈশাখী। আর এবার শোভনের জন্মদিনে প্রেমকে আরও উজ্জ্বল করে তুললেন বৈশাখী।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.