Advertisement
Advertisement

Breaking News

Tripti Dimri

সমুদ্র সৈকতে যৌবনের উসকানি! ‘ভাবি ২’ তৃপ্তি দিমরির ছবিতে ঘায়েল নেটপাড়া

Advertisement

'অ্যানিম্যাল' সিনেমার সৌজন্যে রাতারাতি ন্যাশনাল ক্রাশ হয়ে উঠেছিলেন তৃপ্তি দিমরি।

তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে! সবসময়েই নেটপাড়ার নজর তৃপ্তির দিকে। এবার সমুদ্র সৈকতে 'বিচ বেবি' অবতারে ধরা দিলেন তিনি।

আগে 'লায়লা মজনু', 'বুলবুল', 'কলা'য় দেখা গেলেও 'অ্যানিম্যাল' সিনেমায় তৃপ্তির লাবণ্যে মুগ্ধ হয়েছিল গোটা দেশ। রশ্মিকা মন্দানার থেকে পুরো ফোকাস ছিনিয়ে নিয়েছিলেন তিনি।

উত্তরাখণ্ডের মেয়ে তৃপ্তি। স্কুলের পর সাইকোলজি নিয়ে পড়াশোনা করেন। তার পর পুণের FTII-এ ভর্তি হন।

FTII থেকে পাশ করার পর শ্রীদেবীর 'মম' সিনেমায় সুযোগ পান তৃপ্তি। সেই থেকেই তাঁর বলিউড সফর শুরু।

আগামীতে ভিকি কৌশলের সঙ্গে তাঁকে 'মেরে মেহবুব মেরে সনম' সিনেমায় দেখা যাবে। (ছবি: ইনস্টাগ্রাম)