Advertisement
Advertisement

Breaking News

2024 Lok Sabha Election

গণতন্ত্রের উৎসবে তারকাদের ভোটাধিকার প্রয়োগ, বাংলায় কে কোথায় ভোট দিলেন?

ভোটের দিনে কারও সাজ ক্যাজুয়াল, কেউ আবার গিয়েছিলেন বেশ সেজেগুজে।

১০

বেলগাছিয়ার বুথে ভোট দিয়েছেন মিঠুন চক্রবর্তী। প্রায় ৪০ মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন ‘মহাগুরু’। সাতসকালেই ভোট দিয়েছেন অপর্ণা সেন।

১০

স্ত্রী মোহনাকে সঙ্গে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন জিৎ। ভোটের পর হাসিমুখ ক্যামেরার সামনে পোজ দেন দুজন। পোশাকে গোলাপি-সাদার কম্বিনেশন।

১০

দক্ষিণ কলকাতার আবদুল ওয়াহিদ মেমোরিয়াল স্কুলে ভোট দিতে যান নুসরত জাহান। বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিককে সঙ্গে নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন কোয়েল।

১০

বেলা সাড়ে ১১টা নাগাদ দক্ষিণ কলকাতার এক বুথে দেখা যায় রাজ-শুভশ্রীকে। হুইলচেয়ারে বসেই ভোট দিতে যান পরিচালক তথা বিধায়কের মা।

১০

এতদিন ধরে ভোটের প্রচার করেছেন। এবার ভোটাধিকার প্রয়োগ করলেন সায়নী ঘোষ। সাত সকালেই ভোটপর্ব সেরে নিয়েছেন তনুশ্রী চক্রবর্তী।

১০

বেশিরভাগ সময় কাটে বিদেশে। তবে ভোট সময় মতোই দিয়েছেন ঋতাভরী চক্রবর্তী। ভোটের চিহ্ন আঙুলে নিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন টোটা রায়চৌধুরী।

১০

কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায় আর তাঁদের ছেলে উজানের কাছে যেন ভোট দেওয়াটাই উৎসব। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার পর ক্যামেরাবন্দি তিনজন।

১০

টলিপাড়ার ভোটফ্যাশনে সাদা রঙের আভিজাত্য বজায় রেখেছেন পাওলি দাম ও সন্দীপ্তা সেন। দুজনেই সাদা শার্ট ও ব্লু জিনস পরে ভোট দিতে গিয়েছিলেন।

১০

বাবা দেবাশিস কুমার ও মায়ের সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন দেবলীনা কুমার। বাবা-মায়ের পরনে সাদা পোশাক থাকলেও দেবলীনা পরেন হলুদ কুর্তি।

১০ ১০

সকাল সকাল স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন পরিচালক অরিন্দম শীল। সাদা চুড়িদার পরে ভোট দেন দর্শনা বণিক।