Advertisement
Advertisement

Breaking News

Fashion Show Album

ফ্যাশন শোয়ে চাঁদের হাট, সাবিত্রী-পরাণদের সঙ্গী অর্জুন-অনন্যা-সাহেব, দেখুন ছবি

'নিহারিকা' নামের এই লাইভ মিউজিক ফ্যাশন শোয়ে হাঁটেন শহরের টপ মডেলরা।

ফ্যাশন শোয়ের উদ্বোধনে সাবিত্রী চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী প্রমুখ।

পাশাপাশি সাবিত্রী চট্টোপাধ্যায় ও পরাণ বন্দ্যোপাধ্যায়। এমন ফ্রেম কি ছাড়া যায়? দু'জনের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন সাহেব চট্টোপাধ্যায়।

ফ্যাশন শোয়ের ফাঁকেই পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খোশগল্পে মাতেন অর্জুন চক্রবর্তী।

অর্জুন এবং সাহেবের সঙ্গেই বিশেষ ক্যালেন্ডার প্রকাশ করেন অনন্যা চট্টোপাধ্যায়।

'নিহারিকা' নামের এই লাইভ মিউজিক ফ্যাশন শোয়ে হাঁটেন মাধবীলতা মিত্র, ইশিকা দত্ত, ডিম্পি ঘোষের মতো মডেলরা।

পি সি সরকারের মেয়ে মৌবনি সরকারও হাঁটেন ব়্যাম্পে।