বর্ষবরণে 'স্তাদে' ছুটির আমেজে ভারতীয় ক্রিকেট দুনিয়ার ফার্স্টলেডি অনুষ্কা শর্মা এবং অধিনায়ক বিরাট কোহলি। সুইৎজারল্যান্ড ভ্রমণে বিরাট-অনুষ্কা।
ছুটি কাটাতে সুইৎজারল্যান্ডে নবাব পরিবার। নবাবদের সঙ্গে রয়েছেন আরও এক বলিউড তারকাও। কে তিনি?
নিউ ইয়ারকে স্বাগত জানাতে বরফের দেশে মা করিনা এবং মাসি করিশ্মার সঙ্গে ছোট্ট তৈমুর।
সুইৎজারল্যান্ডে ঘুরতে গিয়ে করিনা-করিশ্মার সঙ্গে দেখা করলেন বরুণ ধাওয়ান। সঙ্গে রয়েছে বরুণের পোষ্যও!
পোষ্যর সঙ্গে খোশ মেজাজে বরুণ ধাওয়ান।
প্রিয়াঙ্কার 'সান্তা'! স্বামী নিক জোনাসের দেওয়া ক্রিস্টমাস স্পেশ্যাল উপহার।
স্নো-মোবাইল দেখে আনন্দে আত্মহারা প্রিয়াঙ্কা চোপড়া!
বরফের দেশে খোশ মেজাজে জোনাস দম্পতি।
কেরালায় সারার জলকেলি। প্রিয় বান্ধবীর সঙ্গে ছুটি কাটাতে বিদেশ নয়, বরং 'দেশি ডেস্টিনেশন'-ই পছন্দ নবাব-কন্যা সারা আলি খানের।
'পত্নি পত্নী অউর ওয়ো'র বক্স অফিস সাফল্যের পর উচ্ছ্বসিত অনন্যা পাণ্ডে ছুটির মেজাজে।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.