কচিকাঁচাদের সঙ্গে রঙের উৎসবে মাতলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সোশ্যাল মিডিয়াই নিজেই পোস্ট করেছেন একগুচ্ছ ছবি।
পরনে সাদা শাড়ি, গালে লাল আবির। দোলের দুপুরে নজর কাড়লেন অভিনেত্রী পাওলি দাম।
করোনার আতঙ্ক উপেক্ষা করেই দোল উৎসবে মাতল কলকাতা। সকালে শহরের বিভিন্ন ক্লাবের উদ্যোগে বেরিয়েছিল প্রভাতফেরী। নাচে-গানে উৎসবে রঙিন তিলোত্তমা।
আজ ভুবনের দুয়ার খোলা/ দোল দিয়েছে বনের দোলা। বসন্ত উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন কোচবিহারে। রাধা-কৃষ্ণের সাজে ধরা দিয়েছেন যুগল।
বাঙালি বেশে রং খেলার ছবি পোস্ট করলেন অভিনেত্রী উষসী চক্রবর্তী।
রঙের উৎসবে রঙিন বিদেশিনীরাও। করোনার আতঙ্ক ভুলে কলকাতার রাস্তায় এভাবেই আনন্দে মাতলেন তাঁরা।
খেলব হোলি রং দেব না...। অনুরাগীদের বসন্ত উৎসবের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। সেই সঙ্গে কেমিক্যাল মুক্ত রং ব্যবহারেরও পরামর্শ দিলেন।
লাল-গেরুয়া-সবুজ মিলে মিশে একাকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, এবার হোলি খেলবেন না তিনি। তবে করোনা কাঁটা উপেক্ষা করেই দোল উৎসবে শামিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বক্সঅফিসে রমরমিয়ে ব্যবসা করছে তাঁর ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'। প্রচারের ফাঁকে কচিকাঁচাদের সঙ্গে রঙিন হলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।
শ্বশুরবাড়িতে রঙের উৎসবে শামিল ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীও। সঙ্গে স্ত্রী সোমন, শ্বশুর সুব্রত ভট্টাচার্য এবং শ্যালক সাহেব ভট্টাচার্য।
'আমি কেন বাদ যাব?' চোখ গোল গোল করে যেন এ প্রশ্নই করছে কলকাতার খুদে। উৎসবের রং লেগেছে শিশুমনেও।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.