Advertisement
Advertisement
Local Train

কল্যাণীতে ইন্টার লকিংয়ের কাজের জের, শিয়ালদহ শাখার যাত্রীদের ভোগান্তি চলছেই, দেখুন ছবিতে

নৈহাটি-হালিশহরেও ইন্টারলকিংয়ের কাজ হয়েছে আগে।

শিয়ালদহ মেন লাইনের সমস্যা অব্যাহত। কল্যাণী স্টেশনে এখনও চলছে কাজ। ছবি: প্রবীর বন্দ্যোপাধ্যায়।

নৈহাটি, হালিশহর, কাঁচরাপাড়ার নন-ইন্টারলকিংয়ের কাজ শেষে বৃহস্পতিবার কল‌্যাণীর ইন্টারলক খোলা শুরু হয়েছে। ছবি: প্রবীর বন্দ্যোপাধ্যায়।

নৈহাটিতেই এই কাজের সময় বেশি লেগেছিল, কারণ সেখানে ১৬৬টি মোটর পয়েন্ট রয়েছে। এই পয়েন্ট হালিশহরে ২৮টি, কাঁচরাপাড়ায় ৬টি থাকায় কম সময়ে কাজ সারা হয়েছে। তবে কল‌্যাণীতে পয়েন্টের সংখ‌্যা ৫৮। ছবি: প্রবীর বন্দ্যোপাধ্যায়।

ফলে তুলনামূলকভাবে বেশি সময় লাগবে। রেল আগেই জানিয়েছিল, এজন‌্য দু’দিন সমস‌্যা চলবে। ছবি: প্রবীর বন্দ্যোপাধ্যায়।

একদিকে যেমন একাধিক ট্রেন বাতিল হয়েছে। তেমনই আবার ট্রেন চলাচলের সময়েও বদল এসেছে। ছবি: প্রবীর বন্দ্যোপাধ্যায়।

স্বাভাবিকভাবেই নিত্যযাত্রীদের হয়রানির মুখে পড়তে হয়েছে। স্টেশন-স্টেশনে অপেক্ষমান যাত্রী। ছবি: প্রবীর বন্দ্যোপাধ্যায়।